ঢাকা, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২
পাকিস্তান যু'দ্ধবিমান ধ্বং'স করেছিল বলে স্বীকার করলেন ভারতের সেনাপ্রধান
.jpg)
পাকিস্তানের হামলায় ভারতের যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল—এই প্রথমবারের মতো এ কথা স্বীকার করলেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল অনিল চৌহান। খবর আনন্দবাজারের
সিঙ্গাপুরে সাংগ্রিলা সংলাপে যোগ দিতে গিয়ে ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি ইঙ্গিতপূর্ণভাবে মেনে নেন। সাংবাদিকের প্রশ্ন ছিল, ‘‘সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতে কি পাকিস্তানের হামলায় ভারতের একটি বা একাধিক যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল?’’ অনিল চৌহান সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ না বললেও জবাবে বলেন, ‘‘আমাদের কাছে বিমান ধ্বংসের ঘটনাটি নয় বরং সেটা কেন ঘটেছিল সেটাই গুরুত্বপূর্ণ।’’
পুনরায় চাপ দিয়ে একই প্রশ্ন করা হলে অবশেষে সংক্ষিপ্তভাবে ‘হ্যাঁ’ বলেন জেনারেল চৌহান। তিনি জানান, কৌশলগত একটি ভুলের কারণে এই ক্ষতি হয়েছিল তবে ভারত তাৎক্ষণিকভাবে সেই ভুল শুধরে নেয় এবং কয়েক দিনের মধ্যেই নতুন কৌশলে সফলভাবে অপারেশন চালায়।
যদিও পাকিস্তান দাবি করেছে, তাদের হামলায় ভারতের ছয়টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে জেনারেল চৌহান সে দাবি নস্যাৎ করে বলেন, ‘‘একেবারেই নয়।’’ তবে সুনির্দিষ্টভাবে কতটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল তা জানাননি তিনি।
প্রসঙ্গত, ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে এক জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় ভারত। ‘অপারেশন সিঁদুর’ নামে চালানো সেই অভিযানে পাকিস্তানের বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়। জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তানও। এর ফলে টানা চার দিন দু’দেশের মধ্যে সংঘাত চলে।
শেষমেশ ১০ মে ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতিতে সম্মত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে দাবি করেন এই সংঘর্ষবিরতি তার মধ্যস্থতার ফলেই সম্ভব হয়েছে এবং দুই দেশ পরমাণু যুদ্ধের দিকেই এগোচ্ছিল।
তবে সেই দাবি নিয়ে সরাসরি মন্তব্য করতে চাননি জেনারেল চৌহান। তিনি বলেন, ‘‘সাধারণ সামরিক অভিযান এবং পরমাণু সংঘর্ষের মধ্যে অনেক তফাৎ রয়েছে।’’ আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পথ সবসময় খোলা ছিল বলেও তিনি উল্লেখ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ডের উপর উচ্চ কর: শেয়ারবাজারের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ
- বদলে গেছে ধারণা, বিস্মিত ইসরায়েল
- শেয়ারবাজারের শর্ত পূরণে ৬০ কোম্পানিকে বিএসইসির আল্টিমেটাম
- ‘বিপর্যয় থেকে বিশ্ব মাত্র কয়েক মিনিট দূরে’
- মূলধন বাড়ানোর সিদ্ধান্ত শেয়ারবাজারের ১৩ ব্যাংকের
- নীলক্ষেত হোস্টেল থেকে ঢাবির সাবেক শিক্ষার্থীর ম’রদেহ উদ্ধার
- ইরানকে হা-ম-লা বন্ধে প্রস্তাব
- ঢাবিতে হটাৎ ছাত্রলীগের বিক্ষোভ, ককটেল বি-স্ফো-র-ণ
- কারাগারে ফাঁসিতে ঝুললেন সেই অস্ত্রধারী আ’লীগ নেতা
- একাধিক মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া
- দুর্বল ১৫ আর্থিক প্রতিষ্ঠান বিলুপ্তির চিন্তাভাবনা করছে বাংলাদেশ ব্যাংক
- দুই বড় খবরের মধ্যে আজ খুলছে দেশের শেয়ারবাজার
- ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাবিতে ক্লাস ছুটি কতদিন, যা জানা গেল
- লন্ডন ছাড়ছেন তারেক রহমান
- জেরুজালেম ও তেল আবিবে বড় বিস্ফোরণ, ট্রাম্পের জরুরি বৈঠক