ঢাকা, শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২
সারাদেশে বন্ধ প্রায় ৬ হাজার মোবাইল টাওয়ার

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। এর সরাসরি প্রভাব পড়েছে টেলিযোগাযোগ খাতে। বিদ্যুৎ না থাকায় প্রায় ৫ হাজারেরও বেশি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার বন্ধ হয়ে গেছে। ফলে অনেক অঞ্চলের গ্রাহকরা নেটওয়ার্ক সমস্যায় ভুগছেন এবং নিরবচ্ছিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
আজ শুক্রবার (৩০ মে) সকালে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন।
পোস্টে তিনি জানান, “দুর্যোগ পরিস্থিতির কারণে শুক্রবার সকাল পর্যন্ত মোট ৫ হাজার ৯০৪টি মোবাইল টাওয়ার বা সাইট সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। যা দেশের মোট সাইট সংখ্যার প্রায় ৩৫ দশমিক ৮ শতাংশ।”
ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, “আবহাওয়ার প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের নেটওয়ার্ক কাঠামো। এসব এলাকায় অনেক জায়গায় মোবাইল ফোনে সিগন্যাল পাওয়া যাচ্ছে না। ইন্টারনেট একেবারেই বন্ধ।”
প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের মোট ৮ হাজার ২৬২টি মোবাইল টাওয়ার বা সাইট বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে 'মেইনস ফেইলর' পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এগুলো মোট সাইট সংখ্যার প্রায় ৪৪ শতাংশ। বর্তমানে দেশে মোট ৬৪.২ শতাংশ সাইট সচল রয়েছে।
নেটওয়ার্ক সচল রাখতে টেলিকম অপারেটর ও টাওয়ার কোম্পানিগুলো বিকল্প উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ৬২৪টি সাইটে পোর্টেবল জেনারেটর সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি আরও ৫০৪টি জেনারেটর পথে রয়েছে যেগুলো দ্রুত সমস্যাগ্রস্ত সাইটগুলোতে স্থাপন করে সেবা পুনরায় চালু করার প্রচেষ্টা চলছে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, “সারাদেশে আবহাওয়ার প্রভাবে সৃষ্টি হওয়া দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় মোবাইল অপারেটর, টাওয়ার কোম্পানি এবং পল্লি বিদ্যুৎ কর্মকর্তারা রাতদিন এক করে কাজ করছেন।”
সাইটগুলোতে পোর্টেবল জেনারেটর সরবরাহ করে দ্রুত নেটওয়ার্ক সচল রাখার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বদলে গেছে ধারণা, বিস্মিত ইসরায়েল
- শেয়ারবাজারের শর্ত পূরণে ৬০ কোম্পানিকে বিএসইসির আল্টিমেটাম
- ‘বিপর্যয় থেকে বিশ্ব মাত্র কয়েক মিনিট দূরে’
- নীলক্ষেত হোস্টেল থেকে ঢাবির সাবেক শিক্ষার্থীর ম’রদেহ উদ্ধার
- প্রথম প্রান্তিকে মুনাফা থেকে লোকসানে গেল চার ব্যাংক
- ইরানকে হা-ম-লা বন্ধে প্রস্তাব
- ঢাবিতে হটাৎ ছাত্রলীগের বিক্ষোভ, ককটেল বি-স্ফো-র-ণ
- সাত কোম্পানির বিনিয়োগকারীদের পুঁজির বড় অংশ উধাও
- কারাগারে ফাঁসিতে ঝুললেন সেই অস্ত্রধারী আ’লীগ নেতা
- দুর্বল ১৫ আর্থিক প্রতিষ্ঠান বিলুপ্তির চিন্তাভাবনা করছে বাংলাদেশ ব্যাংক
- একাধিক মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া
- দুই বড় খবরের মধ্যে আজ খুলছে দেশের শেয়ারবাজার
- ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাবিতে ক্লাস ছুটি কতদিন, যা জানা গেল
- লন্ডন ছাড়ছেন তারেক রহমান
- মোবাইলে কল এলেই ইন্টারনেট বন্ধ? এক মিনিটেই সমাধান!