ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২
সারাদেশে বন্ধ প্রায় ৬ হাজার মোবাইল টাওয়ার

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। এর সরাসরি প্রভাব পড়েছে টেলিযোগাযোগ খাতে। বিদ্যুৎ না থাকায় প্রায় ৫ হাজারেরও বেশি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার বন্ধ হয়ে গেছে। ফলে অনেক অঞ্চলের গ্রাহকরা নেটওয়ার্ক সমস্যায় ভুগছেন এবং নিরবচ্ছিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
আজ শুক্রবার (৩০ মে) সকালে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন।
পোস্টে তিনি জানান, “দুর্যোগ পরিস্থিতির কারণে শুক্রবার সকাল পর্যন্ত মোট ৫ হাজার ৯০৪টি মোবাইল টাওয়ার বা সাইট সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। যা দেশের মোট সাইট সংখ্যার প্রায় ৩৫ দশমিক ৮ শতাংশ।”
ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, “আবহাওয়ার প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের নেটওয়ার্ক কাঠামো। এসব এলাকায় অনেক জায়গায় মোবাইল ফোনে সিগন্যাল পাওয়া যাচ্ছে না। ইন্টারনেট একেবারেই বন্ধ।”
প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের মোট ৮ হাজার ২৬২টি মোবাইল টাওয়ার বা সাইট বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে 'মেইনস ফেইলর' পরিস্থিতির মুখোমুখি হয়েছে। এগুলো মোট সাইট সংখ্যার প্রায় ৪৪ শতাংশ। বর্তমানে দেশে মোট ৬৪.২ শতাংশ সাইট সচল রয়েছে।
নেটওয়ার্ক সচল রাখতে টেলিকম অপারেটর ও টাওয়ার কোম্পানিগুলো বিকল্প উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ৬২৪টি সাইটে পোর্টেবল জেনারেটর সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি আরও ৫০৪টি জেনারেটর পথে রয়েছে যেগুলো দ্রুত সমস্যাগ্রস্ত সাইটগুলোতে স্থাপন করে সেবা পুনরায় চালু করার প্রচেষ্টা চলছে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, “সারাদেশে আবহাওয়ার প্রভাবে সৃষ্টি হওয়া দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় মোবাইল অপারেটর, টাওয়ার কোম্পানি এবং পল্লি বিদ্যুৎ কর্মকর্তারা রাতদিন এক করে কাজ করছেন।”
সাইটগুলোতে পোর্টেবল জেনারেটর সরবরাহ করে দ্রুত নেটওয়ার্ক সচল রাখার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- খেলোয়াড়দের নিয়ন্ত্রণে শেয়ারবাজার, অসহায় নিয়ন্ত্রক সংস্থা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে কেডিএস এক্সেসরিজ
- ঘোষণা দিয়েও শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দেয়নি ১৭ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার টেক্সটাইল
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শমরিতা হাসপাতাল
- লাফার্জহোলসিমের অন্তর্বর্তীকালিন ডিভিডেন্ড ঘোষণা
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ নিয়ে গুজব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান বিএসইসির
- লাফার্জ হোলসিমের উচ্চ মুনাফার 'অ্যাগ্রিগেটস' ব্যবসা
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড