ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

ছয় মাসে বড় অঙ্কের বিদেশি বিনিয়োগ

২০২৫ মে ২৭ ১৯:২১:৫৩

ছয় মাসে বড় অঙ্কের বিদেশি বিনিয়োগ

গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ছয় মাসে বাংলাদেশে মোট ৭৫৬ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৯ হাজার ২৪৭ কোটি টাকা) সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) এসেছে। একই সময়ে প্রস্তাবিত বিদেশি বিনিয়োগের পরিমাণ প্রায় ১ বিলিয়ন ডলার, যা দেশীয় মুদ্রায় ১২ হাজার ২২০ কোটি টাকার সমান।

মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি শিল্প সংগঠনের এক প্রতিনিধি সংবাদমাধ্যমে দাবি করেছেন যে বিডা কেবল সরকারি পর্যায়ের (জি-টু-জি) প্রকল্প নিয়ে কাজ করে এবং গত আট মাসে দেশে নতুন কোনো বিদেশি বিনিয়োগ আসেনি। এছাড়া তিনি অভিযোগ করেন, বিডা দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনে ব্যর্থ হয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে যৌথ উদ্যোগে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা নেই বলেও মত দেন।

এই মন্তব্যগুলোর প্রেক্ষিতে বিডা ও বেজা থেকে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত সময়ে নেট বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ৭৫৬ মিলিয়ন ডলার। এই সময়ের মধ্যে বিডা মোট ৭৩৯টি নতুন শিল্প প্রকল্প নিবন্ধিত করেছে, যার মধ্যে ৬৬টি ছিল শতভাগ বিদেশি মালিকানাধীন এবং ৬১টি যৌথ বিনিয়োগ প্রকল্প।

এছাড়া, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ১৬টি প্রতিষ্ঠানের সঙ্গে জমি ইজারা চুক্তি সম্পাদন করেছে—এর মধ্যে ৬টি ছিল সম্পূর্ণ বিদেশি এবং ৩টি যৌথ বিনিয়োগ প্রকল্প। অন্যদিকে, বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ৩১টি প্রতিষ্ঠানের সঙ্গে ইজারা চুক্তি সম্পন্ন করেছে।

সব মিলিয়ে এই সময়ে প্রস্তাবিত বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার (১২,২২০ কোটি টাকা)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিনিয়োগ পরিস্থিতি নিয়ে এ ধরনের অসত্য ও সাধারণীকৃত মন্তব্য দুঃখজনক, যা দেশের বিনিয়োগ পরিবেশ ও আন্তর্জাতিক ভাবমূর্তিকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। প্রতিষ্ঠানটি প্রত্যাশা করে, বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে জনসমক্ষে মন্তব্য করার আগে সংশ্লিষ্টরা যেন সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বক্তব্য প্রদান করেন, যাতে জনসাধারণ ও ব্যবসায়ী মহলে বিভ্রান্তি বা অস্থিরতা না সৃষ্টি হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত