ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২
পাচার হওয়া অর্থ ফেরত আনার সময় জানালেন গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, বিগত সরকারের সময়ে দেশ থেকে প্রায় ১৮ থেকে ২০ বিলিয়ন ডলার পাচার হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ ফেরত আনতে তিন থেকে পাঁচ বছর সময় লাগতে পারে বলে জানান তিনি।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গভর্নর বলেন, অর্থপাচার রোধ এবং পাচার হওয়া অর্থ ফেরত আনার ক্ষেত্রে অতীতে বাংলাদেশের অভিজ্ঞতা ছিল না। এখন সরকারের আন্তঃমন্ত্রণালয় উদ্যোগের মাধ্যমে এ বিষয়ে কাজ চলছে। প্রয়োজনীয় আইন ও বিধিমালা সংশোধনের কাজও চলছে, এবং টাস্কফোর্সের ক্ষমতা বাড়ানো হবে।
তিনি আরও বলেন, বিদেশি বিভিন্ন সংস্থার কাছ থেকে আমরা ভালো সহায়তা পাচ্ছি। তবে নিজেদের দিক থেকেও আরও সক্রিয় হলে ভালো ফল পাওয়া সম্ভব ছিল। তা সত্ত্বেও, সম্পূর্ণ অর্থ ফেরত আনতে অন্তত তিন থেকে পাঁচ বছর সময় লাগবে—এটা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।”
এছাড়া গভর্নর জানান, এখন পর্যন্ত কোনো ব্যবসায়িক হিসাব জব্দ করা হয়নি, কেবলমাত্র ব্যক্তিগত অ্যাকাউন্ট জব্দ হয়েছে। যাতে ব্যবসা-বাণিজ্যে কোনো বিঘ্ন না ঘটে, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক সতর্ক রয়েছে।
ব্যাংক খাত নিয়ে তিনি বলেন, “কিছু ব্যাংককে মার্জারের আওতায় আনা হতে পারে, এমনকি কিছু ব্যাংক অবসায়নের প্রয়োজনও হতে পারে। তবে এটি সহজ নয়, এর জন্য বিপুল পরিমাণ অর্থ দরকার হবে। প্রাথমিকভাবে কয়েকটি ইসলামী ব্যাংককে মার্জ করে সরকারের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তবে এতে আমানতকারীদের আতঙ্কিত হওয়ার কারণ নেই।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ২০২৩-২৪ অর্থবছরে ১৭ হাজার ৩৪৫টি সন্দেহজনক লেনদেন শনাক্ত করেছে, যেখানে আগের অর্থবছরে এই সংখ্যা ছিল ১৪ হাজার ১০৬টি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান
- চলছে IPL নিলাম ২০২৬: যে দামে বিক্রি হলেন মুস্তাফিজ
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- আগামীকাল IPL নিলাম ২০২৬ : যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- আইপিএল নিলাম: দেখুন এখন পর্যন্ত দল পেলেন যারা-বাংলাদেশি ক্রিকেটারদের অবস্থান