ঢাকা, শুক্রবার, ৩০ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশে আম রপ্তানি শুরু

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ মে ২৮ ২০:৩৪:২৯
যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশে আম রপ্তানি শুরু

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, জার্মানি, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতে ১৩ টন আম রপ্তানি করা হয়েছে।

বুধবার (২৮ মে) রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিলের মিলনায়তনে এ রপ্তানির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কৃষি বিষয়ক উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এর আগে মধ্যপ্রাচ্যের কাতার ও বাহরাইনেও রপ্তানি করা হয়েছে দেশীয় আম।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি উপদেষ্টা বলেন, “বিদেশে বাংলাদেশের আমের ব্যাপক চাহিদা রয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হলে আম উৎপাদন ও রপ্তানি আরও বাড়াতে হবে।” তিনি জানান, কৃষকদের চাহিদা অনুযায়ী প্রণোদনা দেওয়া হবে এবং হর্টিকালচার সেন্টার থেকে উন্নত জাতের আমের চারা স্বল্প মূল্যে সরবরাহ করা হবে।

উপদেষ্টা হর্টিকালচার সেন্টারগুলোতে আমের চারা উৎপাদন বাড়াতে এবং কৃষকদের স্বার্থ রক্ষায় সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “সবাই কথা বলতে পারে, কিন্তু কৃষকের কোনো প্ল্যাটফর্ম নেই। আমাদের নিশ্চিত করতে হবে, তারা যেন তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পান।”

তিনি আরও বলেন, দেশে কৃষি জমির পরিমাণ কমে গেলেও গবেষণার মাধ্যমে ফসলের উৎপাদন কয়েকগুণ বেড়েছে। আম ক্ষেত্রেও গবেষণা জোরদার করে বিদ্যমান বাগানে ফলন বাড়ানোর ওপর গুরুত্ব দেন উপদেষ্টা।

অনুষ্ঠানে আম চাষি ও রপ্তানিকারকেরা ব্যাগিং, প্যাকিং, পরিবহন ও প্রণোদনা সংক্রান্ত সমস্যার কথা জানালে উপদেষ্টা তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম এবং কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম।

রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান জানান, আজকের ১৩ টন আমের আগে গত ১৫ মে থেকে ২১ দেশে আরও ১৬৫ টন আম রপ্তানি হয়েছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত মূলত গোপালভোগ ও হিমসাগর জাতের আমই রপ্তানি করা হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত