ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ আসছে শিগগিরই: শিক্ষা মন্ত্রণালয়

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ১৭ ২২:২২:২৩
৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ আসছে শিগগিরই: শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ আগামী দুই দিনের মধ্যে করা হতে পারে। যদিও শিক্ষা উপদেষ্টার অনুমোদনের ওপর বিষয়টি নির্ভর করছে। জানানো হয়, পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে ৪১ হাজারের অধিক প্রার্থীকে নিয়োগ সুপারিশ করতে মন্ত্রণালয়ে আবেদন করেছে এনটিআরসিএ।

সংস্থাটির চেয়ারম্যান আমিনুল ইসলাম রোববার (১৭ আগস্ট) আবেদন নিয়ে এসেছিলেন। ইতোমধ্যে শিক্ষা সচিব (রুটিন দায়িত্ব) মো. মজিবর রহমান আবেদনে অনুমোদন দিয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রের তথ্য অনুযায়ী, আগামীকাল সোমবার (১৮ আগস্ট) শিক্ষা উপদেষ্টার দপ্তরে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের ফাইল উঠবে। উপদেষ্টার অনুমোদন মিলে গেলে একই দিন সুপারিশ দেওয়া হতে পারে, তবে অনুমোদনে বিলম্ব হলে একদিন পিছিয়ে যেতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, শিক্ষা উপদেষ্টা আগামীকাল সুপারিশের আবেদন দেখবেন এবং বিষয়টি প্রেজেন্টেশন আকারে উপস্থাপন করা হতে পারে। এনটিআরসিএর চেয়ারম্যান ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবও উপস্থিত থাকার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবারের মধ্যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির নিয়োগ সুপারিশ করা হবে।

এনটিআরসিএর চেয়ারম্যান জানান, সুপারিশের সব প্রস্তুতি সম্পন্ন। চলতি সপ্তাহের মধ্যে প্রার্থীদের সুপারিশ করা হবে। গণবিজ্ঞপ্তিতে ৪১ হাজারের বেশি প্রার্থী সুপারিশ পেতে পারেন।

গত ১৬ জুন প্রকাশিত ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয়েছিল ২২ জুন এবং চলেছে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ছিল ১৩ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট। জানা গেছে, এই গণবিজ্ঞপ্তিতে ৫৭ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত