ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২
সরকারি দপ্তরে রাষ্ট্রপ্রধান-সরকারপ্রধানের ছবি টাঙানোর নিয়ম-কানুন কী?
সরকারি দপ্তরে রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের ছবি টাঙানোর প্রথা বহু বছর ধরে পালিত হচ্ছে। তবে এটি কি কোনো আইনি নিয়ম বা নির্দিষ্ট প্রটোকলের ভিত্তিতে করা হচ্ছে, নাকি শুধু প্রচলিত রীতিনীতির অংশ, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
‘সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১’-এর ৫ ধারা অনুযায়ী ‘জাতির পিতার প্রতিকৃতি’ শিরোনামে ৪ক অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সব সরকারি ও আধা-সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশি দূতাবাস ও মিশনে বঙ্গবন্ধুর ছবি সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে।
তবে সরকারি দপ্তরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছবি টাঙানোর জন্য কোনও বিশেষ আইন, নীতিমালা বা বিধিমালা নেই বলে সংশ্লিষ্টরা জানান। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের মতে, বঙ্গবন্ধুর ছবি সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সরকারি অফিসে বঙ্গবন্ধুর ছবি টাঙানো শুরু হয়। এরপর বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর এই রীতি বন্ধ হয়ে যায় এবং সরকারি অফিসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি টাঙানো শুরু হয়।
সূত্রগুলো আরও জানায়, মূলত আদেশ বা পরিপত্রের মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছবি টাঙানোর নির্দেশনা জারি করা হয়। বিভিন্ন সময়ে মন্ত্রিপরিষদ বিভাগ, রাষ্ট্রপতির কার্যালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসব আদেশ প্রকাশিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগের বিধি অনুবিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, ২০১৭ সালের দিকে এমন একটি আদেশ জারি হয়।
কর্মকর্তারা জানান, আদেশ বা পরিপত্র থাকলেও এটি বাধ্যতামূলক নয়। এটি মূলত রীতি হিসেবে মানা হয়। সর্বশেষ ২০২০ সালের ২১ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি অফিসিয়াল ছবি হিসেবে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৪৪ কোম্পানির ইপিএস
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল