ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

সরকারি দপ্তরে রাষ্ট্রপ্রধান-সরকারপ্রধানের ছবি টাঙানোর নিয়ম-কানুন কী?

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ১৭ ২২:১৬:৫৫
সরকারি দপ্তরে রাষ্ট্রপ্রধান-সরকারপ্রধানের ছবি টাঙানোর নিয়ম-কানুন কী?

সরকারি দপ্তরে রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের ছবি টাঙানোর প্রথা বহু বছর ধরে পালিত হচ্ছে। তবে এটি কি কোনো আইনি নিয়ম বা নির্দিষ্ট প্রটোকলের ভিত্তিতে করা হচ্ছে, নাকি শুধু প্রচলিত রীতিনীতির অংশ, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

‘সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১’-এর ৫ ধারা অনুযায়ী ‘জাতির পিতার প্রতিকৃতি’ শিরোনামে ৪ক অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সব সরকারি ও আধা-সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশি দূতাবাস ও মিশনে বঙ্গবন্ধুর ছবি সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে।

তবে সরকারি দপ্তরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছবি টাঙানোর জন্য কোনও বিশেষ আইন, নীতিমালা বা বিধিমালা নেই বলে সংশ্লিষ্টরা জানান। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের মতে, বঙ্গবন্ধুর ছবি সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সরকারি অফিসে বঙ্গবন্ধুর ছবি টাঙানো শুরু হয়। এরপর বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর এই রীতি বন্ধ হয়ে যায় এবং সরকারি অফিসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি টাঙানো শুরু হয়।

সূত্রগুলো আরও জানায়, মূলত আদেশ বা পরিপত্রের মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছবি টাঙানোর নির্দেশনা জারি করা হয়। বিভিন্ন সময়ে মন্ত্রিপরিষদ বিভাগ, রাষ্ট্রপতির কার্যালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসব আদেশ প্রকাশিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগের বিধি অনুবিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, ২০১৭ সালের দিকে এমন একটি আদেশ জারি হয়।

কর্মকর্তারা জানান, আদেশ বা পরিপত্র থাকলেও এটি বাধ্যতামূলক নয়। এটি মূলত রীতি হিসেবে মানা হয়। সর্বশেষ ২০২০ সালের ২১ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি অফিসিয়াল ছবি হিসেবে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত