ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
চিকিৎসকদের কাছে দুঃখ প্রকাশ করে যা বললেন আইন উপদেষ্টা
চিকিৎসকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। রবিবার (১৭ আগস্ট) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে ব্যাখ্যা দেন এবং চিকিৎসক সমাজের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
পোস্টে তিনি লিখেছেন, শনিবার (১৬ আগস্ট) একটি অনুষ্ঠানে চিকিৎসকদের প্রসঙ্গে নিজের অভিজ্ঞতা ও অন্যদের কাছ থেকে শোনা কিছু সমালোচনার কথা বলেছিলেন। তিনি প্রথমে রোগী হিসেবে ইতিবাচক অভিজ্ঞতা তুলে ধরেন, পরে কিছু অভিযোগের কথা উল্লেখ করেন। তবে সেসব অভিযোগ যে সব চিকিৎসকদের উদ্দেশে নয়, বরং কেবল নির্দিষ্ট কিছু চিকিৎসকের বিরুদ্ধে, তা স্পষ্ট করে জানান।
ড. আসিফ নজরুল বলেন, “পত্রিকাগুলো আমার বক্তব্য পুরোটা প্রকাশ না করে আংশিকভাবে ছাপিয়েছে। এতে অনেকের কাছে মনে হতে পারে যে আমি ঢালাওভাবে সব চিকিৎসককে রোগীর কথা না শোনা, অপ্রয়োজনীয় পরীক্ষা করানো বা ওষুধ কোম্পানির সঙ্গে যোগসাজশের অভিযোগ করেছি। আসলে বিষয়টি তা নয়। আমার এসব অভিযোগ কেবল এক শ্রেণির চিকিৎসকের বিরুদ্ধে।”
তিনি আরও লিখেছেন, “আমার বক্তব্য যেভাবে প্রকাশিত হয়েছে, তাতে দেশের অসংখ্য ত্যাগী, সৎ ও দক্ষ চিকিৎসক কষ্ট পেতে পারেন। তাদের প্রতি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে যেসব চিকিৎসকের বিরুদ্ধে প্রকৃতপক্ষে এসব অভিযোগ প্রযোজ্য হতে পারে, তাদের বিষয়ে সংশ্লিষ্ট মহলকে ভেবে দেখার আহ্বান জানাচ্ছি।”
উল্লেখ্য, শনিবার (১৬ আগস্ট) চিকিৎসকদের এক অনুষ্ঠানে আইন উপদেষ্টা প্রশ্ন তুলেছিলেন, “চিকিৎসকরা কি ওষুধ কোম্পানির দালাল বা মধ্যস্বত্বভোগী হিসেবে কাজ করছেন?” এ বক্তব্যের পর চিকিৎসক সমাজে ক্ষোভের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের পর বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এবং বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল যৌথ বিবৃতিতে তীব্র প্রতিবাদ জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, দেখুন (live)
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড