ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

উত্তাল সাগর, উপকূলে ফিরছে সব মাছ ধরার ট্রলার

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ১৭ ২২:১০:৫৮
উত্তাল সাগর, উপকূলে ফিরছে সব মাছ ধরার ট্রলার

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। এ কারণে গভীর সাগরে থাকা সব মাছ ধরার ট্রলার উপকূলে ফিরে এসে নদ-নদীতে নিরাপদ আশ্রয় নিয়েছে। ইতোমধ্যে আবহাওয়া অফিস পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে।

রোববার (১৭ আগস্ট) সকাল থেকে উপকূলে ভ্যাঁপসা গরম বিরাজ করলেও বিকেলের পর হালকা শীতল বাতাস ও থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত শুরু হয়। আগামী ২১ থেকে ২৪ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সমুদ্র উত্তাল হওয়ায় সব ট্রলার দ্রুত ঘাটে ফিরেছে। নৌযান ও জাহাজগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।

স্থানীয় জেলেরা জানান, হঠাৎ সাগর অস্থির হয়ে উঠলে ঝুঁকি না নিয়ে তারা ট্রলার নিয়ে মহিপুর ও আলীপুর মৎস্যবন্দরের খাপড়াভাঙ্গা নদীতে নোঙর করেন।

আলীপুর মৎস্য আড়ৎদার মালিক সমিতির সভাপতি বলেন, সাগরে তীব্র ঢেউয়ের তোড়ে টিকতে না পেরে জেলেরা ট্রলার নিয়ে ঘাটে ফিরেছে।

পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, লঘুচাপের কারণে সমুদ্র উত্তাল রয়েছে। পায়রা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। উপকূলে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

স্থানীয় প্রশাসন উপকূলের মানুষকে সতর্ক থাকার পাশাপাশি ছোট নৌযান ও ট্রলার চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত