ঢাকা, বুধবার, ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

ব্যাংক খাতে খেলাপি ঋণ বাড়লেও আর্থিক খাতে কমেছে

ডুয়া নিউজ- অর্থনীতি
২০২৫ মে ২৬ ২০:১৬:২৫
ব্যাংক খাতে খেলাপি ঋণ বাড়লেও আর্থিক খাতে কমেছে

২০২৪ সালের শেষ প্রান্তিকে দেশের ব্যাংকিং খাতে ব্যাপক হারে খেলাপি ঋণ বেড়েছে, তবে ভিন্ন চিত্র দেখা গেছে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে (এনবিএফআই)। অক্টোবর থেকে ডিসেম্বর—এই তিন মাসে এনবিএফআই খাতে খেলাপি ঋণ কমেছে প্রায় ১ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বর শেষে এনবিএফআই খাতে খেলাপি ঋণ ছিল ২৬ হাজার ১৬৩ কোটি টাকা। তিন মাস পর ডিসেম্বর শেষে তা কমে দাঁড়ায় ২৫ হাজার ৮৯ কোটি টাকায়। যদিও এই খাতে খেলাপি ঋণের হার এখনও মোট বিতরণকৃত ঋণের ৩৩.২৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “সব আর্থিক প্রতিষ্ঠান খারাপ নয়। কিছু প্রতিষ্ঠান ভালো করছে, তাদের ঋণ আদায়ের হারও বেড়েছে।” তবে একইসঙ্গে তিনি উল্লেখ করেন, “এখনও এই খাতের এক-তৃতীয়াংশেরও বেশি ঋণ খেলাপি—যা নতুন করে সংস্কারের প্রয়োজনীয়তা দেখায়।”

তবে ২০২৩ সালের ডিসেম্বরের তুলনায় এখনো খেলাপি ঋণ বেশি। গত বছর একই সময়ে খেলাপি ঋণ ছিল ২১ হাজার ৫৬৭ কোটি টাকা, যা ছিল মোট ঋণের ২৯.২৭ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে সাড়ে ৩ হাজার কোটি টাকা।

অন্যদিকে ব্যাংক খাতে পরিস্থিতি আরও খারাপ। ২০২৪ সালের ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা, যা মোট ঋণের ২০.২ শতাংশ। মাত্র তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৬০ হাজার ৭৮৭ কোটি টাকা।

এনবিএফআই সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বছরের শেষ প্রান্তিকে (ডিসেম্বর) খেলাপি ঋণ আদায় ও পুনঃতফসিলের হার বাড়ে, কারণ এ সময়ে ব্যালান্স শিট তৈরি করতে হয়। পাশাপাশি কিছু প্রতিষ্ঠান অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় পরিবর্তন এনে ঋণ আদায় জোরদার করায় খেলাপি ঋণ কমাতে পেরেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এক হাজার কোটি টাকা খেলাপি ঋণ কমলেও এখনও খাতটির একটি বড় অংশ ঝুঁকিতে রয়ে গেছে। এর পেছনে অতীতের অনিয়মের বড় ভূমিকা রয়েছে।

বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মো. কায়সার হামিদ সংবাদ মাধ্যমকে বলেন, এনবিএফআই খাতে অনিয়ম ২০১৮-২০২০ সালের মধ্যেই প্রকাশ্যে এসেছে। তবে ব্যাংক খাতে অনিয়ম বহুদিন গোপন ছিল, যা সম্প্রতি প্রকাশ পাচ্ছে।

তিনি আরও বলেন,“আমাদের প্রতিষ্ঠানেও খেলাপি ঋণ ১১ শতাংশ থেকে কমে ৯ শতাংশে নেমেছে। ২০২৪ সাল ছিল চ্যালেঞ্জিং, তবে আমরা এখন বড় ঋণের চেয়ে এসএমই ও ক্ষুদ্র ঋণে গুরুত্ব দিচ্ছি। এতে ভবিষ্যতে খেলাপি আরও কমবে বলে আশা করছি।”

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিআরইবি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে আল্টিমেটাম

বিআরইবি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে আল্টিমেটাম

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিমের অপসারণের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত পল্লী বিদ্যুৎ... বিস্তারিত