ঢাকা, রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

রিশাদ-সাকিবদের ফাইনাল আজ

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ মে ২৫ ১৬:৫৯:৫৬
রিশাদ-সাকিবদের ফাইনাল আজ

ডুয়া ডেস্ক: চলতি বছর পাকিস্তান প্রিমিয়ার লীগে (পিএসএল) অনেকেই লাহোর কালান্দার্সকে ফেভারিট হিসেবে বিবেচনা করেননি। তার ওপর ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনা পরবর্তী পরিস্থিতিতে স্যাম বিলিংস, ড্যারিল মিচেল ও ডেভিড উইসা দলের সঙ্গে যোগ না দেওয়ায় এবং ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে সিকান্দার রাজার চলে যাওয়ায় লাহোরের শক্তি আরও দুর্বল হয়ে পড়ে।

তবে এত প্রতিকূল অবস্থার পরেও লাহোর কালান্দার্স পৌঁছে গেছে ফাইনালে। আজ রবিবার (২৫ মে) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় গাদ্দাফি স্টেডিয়ামে তারা মুখোমুখি হবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের। রিশাদ ও সাকিব আল হাসানের দল এবার টানা তৃতীয়বার ফাইনাল খেলছে। আগের দুই ফাইনালেই চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

ম্যাচটি বাংলাদেশে নাগরিক টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।

লাহোর কালান্দার্সের এই ফাইনালে আসার পেছনে কারিগর হিসেবে ভূমিকা রেখেছেন বাংলাদেশি লেগ-স্পিনার রিশাদ হোসেনের। বাংলাদেশি এ তারকা গত শুক্রবার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৩ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন। আউট করেছেন ইসলামাবাদের মিডল অর্ডারের তিন ভরসা সালমান আগা, শাদাব খান ও জিমি নিশামকে। এ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের দেওয়া আইফোন পেয়েছেন রিশাদ।

এলিমিনেটর ম্যাচে লাহোর কালান্দার্সের একাদশে ছিলেন না তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। তবে কোয়ালিফায়ার ম্যাচে সাহসী সিদ্ধান্ত নিয়ে তাকে দলে ফেরানো হয়। পাকিস্তানি পেসার জামান খানের জায়গায় বাংলাদেশের এই লেগস্পিনারকে খেলানোর ঝুঁকি নেয় লাহোর। সেই সিদ্ধান্ত যে সঠিক ছিল, তা প্রমাণ করেছেন রিশাদ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রিশাদকে ফেরানোর পেছনের গল্প জানান লাহোর কালান্দার্সের পরিচালক সামিন রানা। তিনি বলেন, “সত্যিই রিশাদ তুমি আমাদের গর্বিত করেছ। তুমি চাপে ছিলে, তখন তুমি ওদের মূল ব্যাটসম্যানদের আউট করেছ, যারা স্পিনের বিপক্ষে ভালো খেলে বলেই ধরা হয়।”

এখন পর্যন্ত পিএসএলে ছয়টি ম্যাচে ১২ উইকেট তুলে নিয়েছেন রিশাদ।

তবে ভারত-পাকিস্তান সীমান্তে সংঘর্ষবিরতির কারণে দলের সঙ্গে যোগ দেওয়া রিশাদের জন্য সহজ ছিল না। বিশেষ বিমানে ফেরার সময় তার কিছু মন্তব্য ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের অসন্তোষের কারণ হয়। তারপরও আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষ করে তিনি লাহোরে দলের সঙ্গে যোগ দেন। এ সময় ফ্র্যাঞ্চাইজিও তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়।

অন্যদিকে, লাহোরের আরেক বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। ব্যাট হাতে গত শুক্রবার শূন্য রানে আউট হন তিনি। এর আগে ১৮ মে পেশোয়ারের বিপক্ষেও একই পরিণতি হয়। তবে বোলিংয়ে কিছুটা সফলতা পেয়েছেন। করাচির বিপক্ষে ১ ওভারে মাত্র ৪ রান দিয়ে ১ উইকেট নিলেও বাকি দুই ম্যাচে কোনো উইকেট পাননি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত