ঢাকা, রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

ঢাবিতে কবি নজরুলের নামে হবে একটি হল: উপাচার্য

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ মে ২৫ ১২:৫৯:
ঢাবিতে কবি নজরুলের নামে হবে একটি হল: উপাচার্য

ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে একটি হল বরাদ্দ হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

রবিবার (২৫ মে) সকালে কবির ১২৬ তম জন্মবার্ষিকীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ তথ্য জানান তিনি।

উপাচার্য বলেন, আমাদের শিক্ষার্থীদের তরফ থেকে একটি হল এই মহান কবির নামে করবার প্রস্তাব আছে। সেটি আমরা সক্রিয় বিবেচনায় রেখেছি।

তিনি বলেন, আমরা কিছু বড় প্রকল্প হাতে নিয়েছি। সেটা একনেকে বাস্তবায়নের অপেক্ষায় আছে। সেটা পাস হলেই আমরা ঢাবিতে আরো নয়টা হল নির্মাণের কাজ শুরু করবো। সেখানে একটি হল আমাদের জাতীয় কবির স্মৃতিতে ও তার অবদানের স্বীকৃতিস্বরূপ তার নামে নামকরণের আন্তরিক প্রচেষ্টা থাকবে।

তিনি আরও বলেন, আমাদের এই প্রকল্পের ১১টি পর্যায়ের মধ্যে ১০টি পর্যায় সম্পন্ন হয়েছে। এখন একনেক থেকে চূড়ান্ত বিল পাস হলেই আমরা শুরু করতে পারবো। আশা করি এটি আগামী দুই মাসের মধ্যেই হয়ে যাবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত