ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২
ঢাবিতে নজরুল জয়ন্তী উদযাপন
.jpg)
ডুয়া ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী রোববার (২৫ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রাঙ্গণে শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপন করা হয়েছে। এবারের নজরুল জয়ন্তীর প্রতিপাদ্য ছিল— ‘চব্বিশের গণ অভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’।
সকাল ৬টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অপরাজেয় বাংলার পাদদেশে একত্রিত হন। সেখান থেকে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়ে কবির সমাধির উদ্দেশ্যে রওনা দেয়। সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদনের পর সমাধি চত্বরে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, “কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি আমাদের জাতীয় চেতনার অন্যতম প্রেরণাস্রোত। তার রচনাসমূহ গণতান্ত্রিক চেতনাকে বারবার উজ্জীবিত করেছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল ইসলাম (সিরাজ সালেকীন)। স্মারক বক্তৃতা প্রদান করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম।
অনুষ্ঠানে সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা নজরুল সংগীত পরিবেশন করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১২ কোম্পানি
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা