ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

ইসলামী ব্যাংকের নতুন এমডি ওমর ফারুক খান

ডুয়া নিউজ- অর্থনীতি
২০২৫ আগস্ট ০৩ ২১:১৯:৩৮
ইসলামী ব্যাংকের নতুন এমডি ওমর ফারুক খান

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ওমর ফারুক খান।

আগামী ৩০ জুলাই ২০২৮ সাল পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।

রোববার (৩ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের পাঠানো এক চিঠিতে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে গত ২৪ জুলাই বাংলাদেশ ব্যাংকের ডাকে অনুষ্ঠিত ভাইভা বোর্ডে অংশ নেন তিনি। সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তার নিয়োগ চূড়ান্ত করে নিয়ন্ত্রক সংস্থা।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী ওমর ফারুক ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতে বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।

উল্লেখ্য, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম শরিয়াহভিত্তিক তফসিলি বাণিজ্যিক ব্যাংক। নতুন এমডি হিসেবে ওমর ফারুক খানের নিয়োগ ব্যাংকটির পরিচালনায় নতুন গতি সঞ্চার করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত