ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২
শেয়ারবাজারের ৮ কোম্পানিতে বিদেশিদের সর্বোচ্চ বিনিয়োগ
ডুয়া নিউজ: বাংলাদেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪০৯ কোম্পানির মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ বিনিয়োগ রয়েছে ৮ কোম্পানির শেয়ারে। এসব কোম্পানিতে বিদেশিদের বিনিয়োগ রয়েছে ১০ শতাংশ থেকে ৩৪ শতাংশের বেশি।
কোম্পানিগুলো হলো-অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ, ব্র্যাক ব্যাংক, বিএসআরএম লিমিটেড, বেক্সিমকো ফার্মা, ইসলামী ব্যাংক, নাভানা ফার্মা, রেনেটা ও স্কয়ার ফার্মা।
অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ
কোম্পানিগুলোর মধ্যে অলিম্পিক ইন্ডাষ্ট্রিজে বিদেশিদের সর্বোচ্চ বিনিয়োগ রয়েছে। কোম্পানিটিতে বিদেশিদের সর্বশেষ বিনিয়োগ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২৫ শতাংশে। গত বছর ৩১ জুন কোম্পানিটিতে বিদেশিদের শেয়ার ছিল ২৩ দশমিক ৯৭ শতাংশ। এরপর বিদেশিরা কোম্পানিটিতে ১০ দশমিক ২৮ শতাংশ শেয়ার বাড়িয়েছেন। কোম্পানিটি ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ২০২৩ সালে যেখানে ডিভিডেন্ড দিয়েছিল ৬০ শতাংশ। এর আগের বছরগুলোতে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশের বেশি ডিভিডেন্ড দিয়েছে।
ব্র্যাক ব্যাংক
বেসরকারি খাতের অন্যতম মৌলভিত্তির ব্র্যাক ব্যাংকে বিদেশিদের সর্বশেষ বিনিয়োগ দাঁড়িয়েছে ৩২ দশমিক ২০ শতাংশে। চলতি বছরের জানুয়ারি মাসে কোম্পানিটিতে বিদেশিদের শেয়ার ছিল ৩২ দশমিক ৯ শতাংশ। ফেব্রুয়ারি মাসে তাদের শেয়ার বেড়েছে দশমিক ১১ শতাংশ। কোম্পানিটি ২০২৪ সালে ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছে। ২০২৩ সালে ডিভিডেন্ড দিয়েছিল সাড়ে ৭ শতাংশ ক্যাশ ও সাড়ে ৭ শতাংশ বোনাস।
বিএসআরএম লিমিটেড
প্রকৌশল খাতের মেগা কোম্পানি বিএসআরএম লিমিটেডে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ১৭ দশমিক ৮ শতাংশ। চলতি বছরের জানুয়ারি মাসে কোম্পানিটিতে বিদেশিদের শেয়ার ছিল ১৭ দশমিক ১২ শতাংশ। ফেব্রুয়ারি মাসে বিদেশিদের শেয়ার কমেছে দশমিক ৪ শতাংশ। কোম্পানিটি ২০২৪ সালে ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ২০২৩ সালে ডিভিডেন্ড দিয়েছিল ২৫ শতাংশ ক্যাশ। এটি একটি ভালো ডিভিডেন্ড দেওয়া কোম্পানি।
বেক্সিমকো ফার্মা
বেক্সিমকো ফার্মায় বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ২৭ দশমিক ১২ শতাংশ। চলতি বছরের জানুয়ারি মাসে কোম্পানিটিতে বিদেশিদের শেয়ার ছিল ২৭ দশমিক ১১ শতাংশ। ফেব্রুয়ারি মাসে সেখানেদশমিক ১ শতাংশ বেড়েছে। কোম্পানিটি ২০২৪ সালে ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ২০২৩ সালে ডিভিডেন্ড দিয়েছিল ৩৫ শতাংশ ক্যাশ। নানা কারণে কোম্পানিটি আলোচিত হলেও শেয়ারহোল্ডারদের মোটামুটি ভালো ডিভিডেন্ডই দিচ্ছে।
ইসলামী ব্যাংক
ইসলামী ব্যাংকে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ১৭ দশমিক ৮৯ শতাংশ। গত বছর ৩১ জুন কোম্পানিটিতে বিদেশিদের শেয়ার ছিল ১৩ দশমিক ১৬ শতাংশ। এরপর বিদেশিরা কোম্পানিটিতে ৪ দশমিক ৭৩ শতাংশ বাড়িয়েছেন। কোম্পানিটি ২০২৪ সালে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ২০১৯ সাল থেকে কোম্পানিটি একই পরিমাণ ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আলোচিত এসআলম গ্রুপের কবলে পড়ে ব্যাংকটি বর্তমানে নাজুক অবস্থায় রয়েছে। তবে ধীরে ধীরে দাঁড়ানোর চেষ্টা করছে।
নাভানা ফার্মা
নাভানা ফার্মায় বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ১৯ দশমিক ৬৪ শতাংশ। গত বছর ৩১ জুন কোম্পানিটিতে বিদেশিদের শেয়ার ছিল ২৭ দশমিক ৭৩ শতাংশ। চলতি বছর ৮ দশমিক ৯৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ দশমিক ৬৪ শতাংশে। কোম্পানিটি ২০২৪ সালে ১৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ২০২২ সালে কোম্পানিটি ১১ শতাংশ ক্যাশ এবং ২০২৩ সালে ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্তির পর কোম্পানিটি সামনে যাওয়ার চেষ্টা করছে।
রেনেটা
রেনেটা ফার্মায় বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ২০ দশমিক ৮৯ শতাংশ। গত বছর ৩১ জুন কোম্পানিটিতে বিদেশিদের শেয়ার ছিল ২২ দশমিক ২৩ শতাংশ। এরপর ১ দশমিক ৩৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ দশমিক ৮৯ শতাংশে। কোম্পানিটি ২০২৪ সালে ৯২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ২০২৩ সালে ৬২ দশমিক ৫০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। তার আগের বছর ২০২২ সালে দিয়েছিল ১৪০ শতাংশ ক্যাশ ও ৭ শতাংশ বোনাস। ফার্মা খাতের অন্যতম শীর্ষ কোম্পানিটি গত কয়েক বছর যাবত নেতিবাচক প্রবৃদ্ধিতে রয়েছে।
স্কয়ার ফার্মা
স্কয়ার ফার্মায় বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ১৫ দশমিক ৪৫ শতাংশ। গত বছর ৩১ জুন কোম্পানিটিতে বিদেশিদের শেয়ার ছিল ১৩ দশমিক ৭৬ শতাংশ। এরপর বিদেশিরা কোম্পানিটিতে তাদের শেয়ার বাড়িয়েছেন ১ দশমিক ৬৯ শতাংশ। কোম্পানিটি ২০২৪ সালে ৯২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ২০২২ সালে দিয়েছিল ১০০ শতাংশ ক্যাশ এবং ২০২৩ সালে দিয়েছিল ১০৫ শতাংশ ক্যাশ। এটি ফার্মা খাতের ক্রমাগত প্রবৃদ্ধির কোম্পানি। যা বিনিয়োগকারীদের ক্রমাগত আস্থা অর্জন করছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো
- অনলাইনে যেভাবে দেখবেন ২০২৫-২৬ মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি লটারি চলছে, সরাসরি (LIVE) দেখুন
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- মিডল্যান্ড ব্যাংকের শেয়ার কারসাজিতে ৪.৫১ কোটি টাকা জরিমানা