ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

ধানমন্ডিতে গাছ পড়ে দুমড়েমুচড়ে গেল ৩ গাড়ি

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০২ ০০:০৮:৫৭
ধানমন্ডিতে গাছ পড়ে দুমড়েমুচড়ে গেল ৩ গাড়ি

রাজধানীর ধানমন্ডিতে সড়কে উপড়ে পড়া একটি বিশাল গাছের নিচে চাপা পড়ে তিনটি যানবাহন দুমড়েমুচড়ে গেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ৬ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

শুক্রবার (১ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, সড়কের পাশে ফুটপাতে থাকা গাছটি হঠাৎ উপড়ে পড়ে একটি প্রাইভেট কার, দুটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত রিকশার ওপর।

দুর্ঘটনার সময় একটি অটোরিকশার চালক গাছের নিচে আটকে পড়েন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা গ্রিল কেটে তাকে জীবিত উদ্ধার করেন।

শুক্রবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, একটি সিএনজিচালিত অটোরিকশা এখনও গাছের নিচে আটকে রয়েছে। ঢাকা দক্ষিণ সিটির এক প্রকৌশলী জানান, গাছটি সরিয়ে যানটি উদ্ধার করতে রাত পার হয়ে আগামীকাল ভোর পর্যন্ত সময় লাগতে পারে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত