ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২
সুদিন ফিরছে শেয়ারবাজারে, সূচক ও লেনদেনে রেকর্ড

দেশের শেয়ারবাজারে সুদিন ফিরতে শুরু করেছে। চলতি সপ্তাহের প্রথম তিন কর্মদিবস টানা দর সংশোধন এবং মুনাফা তোলার কারণে কিছুটা নিম্নমুখী হয় বাজার পরিস্থিতি। কিন্ত সেই ধারা কাটিয়ে গতকাল বুধবার থেকে আবারও ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে উভয় শেয়ারবাজার। গত কর্মদিবসের মত আজও (৩১ জুলাই) বৃহস্পতিবার সূচক ও লেনদেনের রেকর্ডের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক গত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে এবং লেনদেন গত ১১ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ (৩১ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। টানা উত্থানের ফলে ডিএসইর প্রধান সূচক বেলা সাড়ে ১১টার আগেই ১০৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৫৯ পয়েন্টে দাঁড়ায়। এরপর সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। এরফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। কিন্তু লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে, যা বিনিয়োগকারীদের কাছে প্রশ্নবিদ্ধ ও কিছুটা অস্বস্থির কারণ হয়ে দাঁড়িয়েছে।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯১.২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪৩.৪১ পয়েন্টে, যা গত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ৩ অক্টোবর, ২০২৪ সালে ডিএসইর সূচক ছিল ৫ হাজার ৪৬২.৫৮ পয়েন্ট। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৬.২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭০.৬১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৪৮.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১৪.৩৫ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৫০টির দর বেড়েছে, ১৬৭টির দর কমেছে এবং ৭৭টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ১ হাজার ৬৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত ১১ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২ সেপেম্বর, ২০২৪ সালে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৫ কোটি ৫৪ লাখ টাকা। গতকাল বুধবার ৩০ জুলাই লেনদেন হয়েছিল ৭৪৩ কোটি ১৬ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৩২০ কোটি ২৩ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ১১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২২৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৭টির, কমেছে ৮৭টির এবং পরিবর্তন হয়নি ৩৫টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৮১.৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ২০২.৩৮ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৬৪.৭০ পয়েন্ট বেড়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- মিরাকেলের বিরুদ্ধে মূল্য সংবেদনশীল তথ্য গোপন করার অভিযোগ
- বড় পতনের মধ্যেও শেয়ারবাজারে বিনিয়োগের নতুন ঢেউ