ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২
সুদিন ফিরছে শেয়ারবাজারে, সূচক ও লেনদেনে রেকর্ড

দেশের শেয়ারবাজারে সুদিন ফিরতে শুরু করেছে। চলতি সপ্তাহের প্রথম তিন কর্মদিবস টানা দর সংশোধন এবং মুনাফা তোলার কারণে কিছুটা নিম্নমুখী হয় বাজার পরিস্থিতি। কিন্ত সেই ধারা কাটিয়ে গতকাল বুধবার থেকে আবারও ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে উভয় শেয়ারবাজার। গত কর্মদিবসের মত আজও (৩১ জুলাই) বৃহস্পতিবার সূচক ও লেনদেনের রেকর্ডের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক গত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে এবং লেনদেন গত ১১ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ (৩১ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। টানা উত্থানের ফলে ডিএসইর প্রধান সূচক বেলা সাড়ে ১১টার আগেই ১০৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৫৯ পয়েন্টে দাঁড়ায়। এরপর সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। এরফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। কিন্তু লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে, যা বিনিয়োগকারীদের কাছে প্রশ্নবিদ্ধ ও কিছুটা অস্বস্থির কারণ হয়ে দাঁড়িয়েছে।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯১.২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪৩.৪১ পয়েন্টে, যা গত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ৩ অক্টোবর, ২০২৪ সালে ডিএসইর সূচক ছিল ৫ হাজার ৪৬২.৫৮ পয়েন্ট। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৬.২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭০.৬১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৪৮.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১৪.৩৫ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৫০টির দর বেড়েছে, ১৬৭টির দর কমেছে এবং ৭৭টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ১ হাজার ৬৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত ১১ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২ সেপেম্বর, ২০২৪ সালে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৫ কোটি ৫৪ লাখ টাকা। গতকাল বুধবার ৩০ জুলাই লেনদেন হয়েছিল ৭৪৩ কোটি ১৬ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৩২০ কোটি ২৩ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ১১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২২৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৭টির, কমেছে ৮৭টির এবং পরিবর্তন হয়নি ৩৫টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৮১.৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ২০২.৩৮ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৬৪.৭০ পয়েন্ট বেড়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এক কোম্পানির দাপটেই চাঙা শেয়ারবাজার
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- চাহিদার তুঙ্গে ১০ কোম্পানির শেয়ার
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বৃত্তির সাক্ষাৎকার নিয়ে নতুন নির্দেশনা
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- চলতি সপ্তাহে আসছে ৬৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- শেয়ারবাজারে চলছে বহুজাতিক কোম্পানির ডিভিডেন্ড উৎসব
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- স্টক ডিভিডেন্ড পেল ৩ কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ২৪ জুলাই : শেয়ারবাজারের সেরা ১০ খবর