ঢাকা, রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
শান্তি আলোচনার মাঝেই রুশ হামলা, ইউক্রেনে নি-হ-ত ১৩
.jpg)
ডুয়া ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুলে শান্তি আলোচনার মাধ্যমে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে রেকর্ডসংখ্যক বন্দি বিনিময়ের দ্বিতীয় ধাপ সম্পন্ন হওয়ার পরপরই আবারও ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার (২৪ মে) ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়, যাতে অন্তত ১৩ জন নিহত হন এবং বহু মানুষ আহত হন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাতভর ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২৫০টি আক্রমণাত্মক ড্রোন নিক্ষেপ করে রাশিয়া। এর মধ্যে ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা বাহিনী ৬টি ক্ষেপণাস্ত্র এবং ২৪৫টি ড্রোন প্রতিহত করলেও কিয়েভ, দেনেপ্রো, ওডেসা, খারকিভ, দোনেৎস্ক ও জাপোরিঝিয়ায় বিস্ফোরণ ঘটে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, হামলায় শহরের একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে। শহরবাসীরা পুরো রাত আতঙ্কে কাটিয়েছেন।
ইউক্রেনীয় সংসদ সদস্য কিরা রুডিক বলেন, “সারা রাত আমরা সিঁড়ির নিচে আশ্রয়ে ছিলাম। চারপাশে কেবল বিস্ফোরণ আর আগুন—পুরো পরিস্থিতি যেন একটি প্রলয়ঙ্কর দৃশ্য।”
সিএনএনের তথ্য অনুযায়ী, দোনেৎস্কে ৪ জন, খেরসন ও ওডেসায় ৫ জন এবং খারকিভে ৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান ও বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানানো হয়েছে, অন্তত ১৫ জন আহত হয়েছেন।
অন্যদিকে পাল্টা প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের ছোঁড়া ৯৪টি ড্রোন ধ্বংস করেছে। এসব ড্রোন বেলগোরোদ, ব্রিয়ানস্ক, কুরস্ক, লিপেটস্ক, ভোরোনেজ এবং তুলা অঞ্চলের ওপর দিয়ে রাশিয়ায় প্রবেশের চেষ্টা করছিল।
তুলা অঞ্চলের গভর্নর দিমিত্রি মিলিয়ায়েভ জানিয়েছেন, তাদের এলাকায় তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শান্তি আলোচনা চলার মাঝেই এ ধরনের সহিংসতা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে আন্তর্জাতিক মহলে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিও হিসাবে ৫ লাখ টাকা নগদ জমা ও উত্তোলনের কথা ভাবছে বিএসইসি
- সরকারি কোম্পানি শেয়ারবাজারে আনার উদ্যোগ, তালিকায় ২১ প্রতিষ্ঠান
- ডিএসইর ব্রোকারেজ হাউজের নিবন্ধন বাতিল করল বিএসইসি
- বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ নিয়ে মুখ খুললেন অর্থ উপদেষ্টা
- ‘এলাম পরামর্শ নিতে, পেলাম পদত্যাগের বার্তা’- বিএসইসি চেয়ারম্যানের ক্ষোভ
- মিউচ্যুয়াল ফান্ড ও পাবলিক রুলস ইস্যুতে টাস্কফোর্সের চূড়ান্ত সুপারিশ
- দশ হাজার কোটি ঋণের বোঝায় আইসিবি, প্রস্তাব বিশেষ তহবিলের
- দুর্বল ৬ শেয়ারে বিনিয়োগকারীদের হতাশা আরও বেড়েছে
- ‘সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রস্তাব প্রত্যাখ্যান
- শেয়ারবাজারের ৯ ব্যাংক এমডিবিহীন, নেতৃত্ব সংকট তীব্র
- ঢাকা অচলের ঘোষণা
- তিন কোম্পানির বোনাস ডিভিডেন্ডে বিএসইসির সম্মতি
- লোকসান থেকে মুনাফায় বস্ত্র খাতের চার কোম্পানি
- নানামুখী চেষ্টার পরও ভেঙে পড়ছে দেশের শেয়ারবাজার
- শেয়ারবাজারে ৬১৭টি বিও হিসাব স্থগিত