ঢাকা, রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

দলকে ফাইনালে তুলে আইফোন পেলেন বাংলাদেশি ক্রিকেটার

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ মে ২৪ ১৬:৫০:০০
দলকে ফাইনালে তুলে আইফোন পেলেন বাংলাদেশি ক্রিকেটার

ডুয়া ডেস্ক: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) উড়ছেন বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন। শুক্রবার (২৩ মে) অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ালিফায়ারে দুর্দান্ত এক জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন লাহোর কালান্দার্স।

এই জয়ে বড় ভূমিকা পালন করেছেন বাংলাদেশের তরুণ লেগ-স্পিনার রিশাদ হোসেন। তার অসাধারণ পারফরম্যান্স দলকে ফাইনালে তোলার পাশাপাশি এনে দেয় ব্যক্তিগত সম্মানও। ম্যাচ শেষে পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন একটি আইফোন!

ঘরের মাঠ গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লাহোর কালান্দার্স। দলটি ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২০২ রানের বড় স্কোর। মোহাম্মদ নাঈম ২৫ বলে ঝোড়ো ৫০ এবং কুশল পেরেরা ৩৫ বলে ৬১ রান করে দলকে এনে দেন শক্তিশালী ভিত্তি। লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ইসলামাবাদ ইউনাইটেড।

পরে দলকে ফেরাতে চেষ্টা করছিলেন সালমান আগা ও শাদাব খান। ঠিক তখনই আক্রমণে আসেন রিশাদ হোসেন। তিনি এই দুই গুরুত্বপূর্ণ ব্যাটারকে ফিরিয়ে দিয়ে চাপ বাড়িয়ে দেন প্রতিপক্ষের ওপর। এরপর জিমি নিশামকেও ফেরান রিশাদ। শেষ পর্যন্ত ৩ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন বাংলাদেশি এই লেগ-স্পিনার। তার ঘূর্ণির সামনে অসহায় আত্মসমর্পণ করে ইসলামাবাদ ইউনাইটেড। গুটিয়ে যায় ১৫.১ ওভারে ১০৭ রানে। ৯৫ রানের বিশাল ব্যবধানে ম্যাচটি জিতে নেয় লাহোর কালান্দার্স।

জয়ের পর ড্রেসিংরুমে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। দলের মালিক সামিন রানা চারজন সেরা পারফর্মারকে বিশেষভাবে সম্মানিত করেন। তিনি একে একে সালমান মির্জা, মোহাম্মদ নাঈম ও কুশল পেরেরার হাতে আইফোন তুলে দেন। শেষে ডাকা হয় বাংলাদেশের তরুণ লেগ-স্পিনার রিশাদ হোসেনকে। রিশাদ নিজের দুর্দান্ত পারফরম্যান্সে দলকে ফাইনালে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সামিন রানা বলেন, “তুমি সত্যিই আমাদের গর্বিত করেছ। চাপে পড়ে যেভাবে মূল ব্যাটসম্যানদের আউট করেছ, সেটা অসাধারণ। তাই তোমার জন্য রয়েছে একটি আইফোন।”

ম্যাচে বাংলাদেশি আরেক অলরাউন্ডার সাকিব আল হাসান থাকলেও তার পারফর্মেন্স ছিল বিবর্ণ। এদিন শূন্য রানে আউট হয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ৩২ বার ডাক মেরে লজ্জার রেকর্ড গড়েছেন। বলেও তেমন পারফর্মেন্স করতে পারেননি। সাকিবের বিপরীতে রিশাদের পারফরম্যান্স যেন আলোকবর্তিকা হয়ে উঠল। আরেক বাংলাদেশি মেহেদী হাসান মিরাজ এখনো মাঠে নামার সুযোগ পাননি।

লাহোর এখন ফাইনালে জায়গা করে নিয়েছে। আর রিশাদ হোসেন দারুণ পারফরম্যান্সে দেশের মুখ উজ্জ্বল করার পাশাপাশি জিতেছেন সতীর্থদের প্রশংসা এবং দলের মালিকের বিশেষ পুরস্কার। সামনে ফাইনালের লড়াই। এই তরুণ লেগ-স্পিনারের চোখ এখন হয়তো আরও বড় সাফল্যের দিকে!

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত