ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর
.jpg)
ডুয়া ডেস্ক: ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকদের জন্য ভালো খবর দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম আরও কমানো হয়েছে।
গত রবিবার (১৮ মে) বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।
ব্রডব্যান্ড ইন্টারনেটের মূল্য সাধারণ মানুষের নাগালে আনতে এবং গ্রাহকবান্ধব ট্যারিফ নির্ধারণে সরকারি ও বেসরকারি সব ধরনের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের জন্য একটি খসড়া তৈরি করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠায় বিটিআরসি। পরে সরকার এ ট্যারিফ অনুমোদন দেয়।
নতুন ট্যারিফ অনুযায়ী, ৫ এমবিপিএস সংযোগে মাসিক খরচ ৫০০ টাকা থেকে কমিয়ে ৪০০ টাকা, ১০ এমবিপিএসে ৮০০ টাকা থেকে ৭০০ টাকা এবং ২০ এমবিপিএস সংযোগে ১২০০ টাকা থেকে কমিয়ে ১১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ব্রডব্যান্ড ইন্টারনেট ট্যারিফে যেসব শর্ত থাকছে
১. বিটিআরসির অনুমোদিত নতুন ট্যারিফ আগামী ১ জুলাই থেকে প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য কার্যকর হবে। তবে এ সময়ের মধ্যে নতুন কোনো ট্যারিফ নির্ধারিত না হলে তা কমিশনের অনুমোদন সাপেক্ষে বলবৎ থাকবে। কমিশন চাইলে বাজার পরিস্থিতি ও গ্রাহকের স্বার্থ বিবেচনায় যেকোনো সময় ট্যারিফ পরিবর্তন করতে পারবে।
২. গ্রাহকসেবা ও সেবার মান নিশ্চিতে প্রতিটি সেবাদানকারী প্রতিষ্ঠানকে ‘গ্রেড এ, বি ও সি’ অনুযায়ী নির্ধারিত মানদণ্ড বজায় রাখতে হবে। কোনো গ্রাহক টানা ৫ দিন ইন্টারনেট সেবা না পেলে মাসিক বিলের ৫০ শতাংশ, ১০ দিন না পেলে ২৫ শতাংশ এবং টানা ১৫ দিন ইন্টারনেট না পেলে পুরো মাসের বিল মওকুফ করতে হবে।
৩. সরকার অনুমোদিত ট্যারিফ কাঠামোর ভিত্তিতে সব লাইসেন্সপ্রাপ্ত আইএসপিকে বিটিআরসির অনুমোদন নিতে হবে।
৪. সরকারের নির্ধারিত সর্বনিম্ন ইন্টারনেট গতি ৫ এমবিপিএস বজায় রেখে ১:৮ সংযোগ রেশিও অনুযায়ী প্রয়োজনীয় সমন্বয় করে বিটিআরসির অনুমোদন নিয়ে সেবা দিতে পারবে।
৫. অনুমোদিত ট্যারিফ ও সেবার বিস্তারিত তথ্য প্রতিটি আইএসপিকে নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। অনুমোদনহীন কোনো পরিবর্তন বা সংযোজন গ্রহণযোগ্য নয়।
৬. নির্ধারিত ট্যারিফের বাইরে কোনো সেবা পরিচালনা করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিযোগাযোগ আইনের আওতায় শাস্তির মুখে পড়বে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে