ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২
বিশ্বে প্রথম গনোরিয়া টিকাদান শুরু
.jpg)
ডুয়া ডেস্ক: ইংল্যান্ড বিশ্বে প্রথমবারের মতো গনোরিয়া প্রতিরোধে টিকাদান কর্মসূচি চালু করতে যাচ্ছে। ব্রিটিশ স্বাস্থ্য কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত যৌনবাহিত রোগ বৃদ্ধির মোকাবিলায় একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রাথমিকভাবে এই টিকাদান কর্মসূচিতে সমকামী ও উভকামী পুরুষদের লক্ষ্য করা হয়েছে, বিশেষ করে যাদের একাধিক যৌনসঙ্গী রয়েছে অথবা যাদের গনোরিয়া সংক্রমণের পূর্ব ইতিহাস আছে। ২০২৩ সালে ইংল্যান্ডে গনোরিয়ায় আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ছাড়িয়েছে, যা গত এক শতাব্দীতে সর্বোচ্চ রেকর্ড। চিকিৎসা বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে গনোরিয়ার কিছু ব্যাকটেরিয়ার স্ট্রেইন অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠছে।
এই কর্মসূচিতে ৪-সিএমএনবি নামক টিকা ব্যবহার করা হবে, যা মূলত মেনিঞ্জোকক্কাল-বি রোগ প্রতিরোধে ব্যবহৃত হয়। গবেষণায় দেখা গেছে, এই টিকা গনোরিয়ার বিরুদ্ধে ৩২ থেকে ৪২ শতাংশ পর্যন্ত কার্যকর। যদিও এটি সম্পূর্ণ সুরক্ষা দেবে না, তবুও সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম।
১ আগস্ট থেকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রগুলোর মাধ্যমে এই টিকা প্রদান শুরু হবে। ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) একইসঙ্গে মাঙ্কিপক্স, এইচপিভি এবং হেপাটাইটিস এ ও বি-এর টিকাও প্রদান করবে। স্বাস্থ্য কর্তৃপক্ষ দ্রুততম সময়ে এই কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে।
গনোরিয়া বর্তমানে যুক্তরাজ্যের দ্বিতীয় সর্বাধিক প্রচলিত যৌনবাহিত ব্যাকটেরিয়াজনিত রোগ। এই রোগের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে প্রস্রাবের সময় ব্যথা, অস্বাভাবিক স্রাব এবং তলপেটে ব্যথা। উল্লেখ্য, অনেক ক্ষেত্রে এই রোগ নিঃসিম্পটোম্যাটিক বা লক্ষণবিহীনভাবেও থাকতে পারে।
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী অ্যাশলে ডালটন এই উদ্যোগকে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ এবং রোগ বিস্তার রোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেছেন। টেরেন্স হিগিন্স ট্রাস্টের প্রধান নির্বাহী রিচার্ড অ্যাঞ্জেলের মতে, এই টিকাদান কর্মসূচি আগামী কয়েক বছরে হাজার হাজার সংক্রমণ প্রতিরোধ করতে সক্ষম হবে। বিশেষজ্ঞরা আশা করছেন, এই পদক্ষেপ গনোরিয়া সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে পারবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে