ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
বিশ্বে প্রথম গনোরিয়া টিকাদান শুরু
ডুয়া ডেস্ক: ইংল্যান্ড বিশ্বে প্রথমবারের মতো গনোরিয়া প্রতিরোধে টিকাদান কর্মসূচি চালু করতে যাচ্ছে। ব্রিটিশ স্বাস্থ্য কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত যৌনবাহিত রোগ বৃদ্ধির মোকাবিলায় একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রাথমিকভাবে এই টিকাদান কর্মসূচিতে সমকামী ও উভকামী পুরুষদের লক্ষ্য করা হয়েছে, বিশেষ করে যাদের একাধিক যৌনসঙ্গী রয়েছে অথবা যাদের গনোরিয়া সংক্রমণের পূর্ব ইতিহাস আছে। ২০২৩ সালে ইংল্যান্ডে গনোরিয়ায় আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ছাড়িয়েছে, যা গত এক শতাব্দীতে সর্বোচ্চ রেকর্ড। চিকিৎসা বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে গনোরিয়ার কিছু ব্যাকটেরিয়ার স্ট্রেইন অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠছে।
এই কর্মসূচিতে ৪-সিএমএনবি নামক টিকা ব্যবহার করা হবে, যা মূলত মেনিঞ্জোকক্কাল-বি রোগ প্রতিরোধে ব্যবহৃত হয়। গবেষণায় দেখা গেছে, এই টিকা গনোরিয়ার বিরুদ্ধে ৩২ থেকে ৪২ শতাংশ পর্যন্ত কার্যকর। যদিও এটি সম্পূর্ণ সুরক্ষা দেবে না, তবুও সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম।
১ আগস্ট থেকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রগুলোর মাধ্যমে এই টিকা প্রদান শুরু হবে। ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) একইসঙ্গে মাঙ্কিপক্স, এইচপিভি এবং হেপাটাইটিস এ ও বি-এর টিকাও প্রদান করবে। স্বাস্থ্য কর্তৃপক্ষ দ্রুততম সময়ে এই কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে।
গনোরিয়া বর্তমানে যুক্তরাজ্যের দ্বিতীয় সর্বাধিক প্রচলিত যৌনবাহিত ব্যাকটেরিয়াজনিত রোগ। এই রোগের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে প্রস্রাবের সময় ব্যথা, অস্বাভাবিক স্রাব এবং তলপেটে ব্যথা। উল্লেখ্য, অনেক ক্ষেত্রে এই রোগ নিঃসিম্পটোম্যাটিক বা লক্ষণবিহীনভাবেও থাকতে পারে।
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী অ্যাশলে ডালটন এই উদ্যোগকে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ এবং রোগ বিস্তার রোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেছেন। টেরেন্স হিগিন্স ট্রাস্টের প্রধান নির্বাহী রিচার্ড অ্যাঞ্জেলের মতে, এই টিকাদান কর্মসূচি আগামী কয়েক বছরে হাজার হাজার সংক্রমণ প্রতিরোধ করতে সক্ষম হবে। বিশেষজ্ঞরা আশা করছেন, এই পদক্ষেপ গনোরিয়া সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে পারবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়