ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

স্টারলিংক ইন্টারনেট সংযোগ পেতে করণীয়

২০২৫ মে ২১ ২৩:৩১:৪৬

স্টারলিংক ইন্টারনেট সংযোগ পেতে করণীয়

ডুয়া নিউজ: বর্তমানে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি তিন মাসের জন্য পরীক্ষামূলক বাণিজ্যিক সেবা চালু করেছে এবং স্থানীয় গ্রাহকদের জন্য দুটি প্যাকেজ অফার করছে।

স্টারলিংকের ইন্টারনেট সংযোগ পেতে চাইলে সরাসরি তাদের ওয়েবসাইটে গিয়ে পছন্দের প্যাকেজ অর্ডার করা যাবে। এ ছাড়া দেশের ছয়-সাতটি অনুমোদিত লজিস্টিক প্রতিষ্ঠানের মাধ্যমে এই সেবার সরঞ্জাম সরবরাহে সহায়তা করা হবে।

স্টারলিংক বাংলাদেশে নিজস্ব গ্রাউন্ড স্টেশন তৈরি না করলেও, স্থানীয় উদ্যোক্তাদের কাছ থেকে ফাইবার অপটিক নেটওয়ার্ক ব্যবহার করে নেটওয়ার্ক অবকাঠামো গড়ে তুলবে।

স্টারলিংক সংযোগ পদ্ধতি

স্টারলিংক ইন্টারনেট ব্যবস্থার তিনটি মূল উপাদান হলো: গ্রাউন্ড স্টেশন, স্যাটেলাইট এবং গ্রাহকের রিসিভার অ্যান্টেনা। গ্রাহকের কাছে সরবরাহ করা স্ট্যান্ডার্ড কিটে থাকেঃ

* একটি স্যাটেলাইট ডিশ

* ওয়াই-ফাই রাউটার

* মাউন্টিং ট্রাইপড

* প্রয়োজনীয় ক্যাবল

কিটটি স্থাপন করা খুব সহজ। খোলা আকাশের নিচে স্যাটেলাইট ডিশ স্থাপন করে সংযোগ দিলেই ইন্টারনেট ব্যবহার শুরু করা সম্ভব।

বাংলাদেশে গ্রাউন্ড স্টেশন স্থাপনের কাজ চলমান থাকায়, আপাতত সংযোগের জন্য ব্যবহারকারীকে স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে ‘Residential’ ও ‘Roam’ নামে দুটি অপশন পাওয়া যায়। বাংলাদেশের জন্য এখনো ‘Roam’ অর্থাৎ ভ্রমণভিত্তিক ইন্টারনেট সেবার অনুমোদন আসেনি, তাই ব্যবহারকারীরা ‘Residential’ অপশন বেছে নেবেন।

সেখানে ‘Order Now’ বোতামে ক্লিক করে নিজের ঠিকানা দিয়ে দেখতে হবে ওই এলাকায় সেবা পাওয়া যাচ্ছে কি না। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে পেমেন্ট সম্পন্ন করে ‘Place Order’ ক্লিক করলে অর্ডার কনফার্ম হবে। এরপর একটি সার্ভিস প্ল্যান নির্বাচন করে হার্ডওয়্যার কিট কেনার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। সাধারণত, তিন থেকে চার সপ্তাহের মধ্যে কিট গ্রাহকের ঠিকানায় পৌঁছে যাবে।

স্টারলিংক একটি ৩০ দিনের ট্রায়াল অপশনও চালু রেখেছে, যেখানে ব্যবহারকারী যদি সেবা থেকে সন্তুষ্ট না হন, সম্পূর্ণ টাকা ফেরত পাবেন। তবে, বাংলাদেশে এই ট্রায়াল সুবিধা কবে থেকে কার্যকর হবে, সে বিষয়টি স্পষ্ট নয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

রাকসুতে পরাজিত প্রার্থীদের ব্যতিক্রমী আয়োজন

রাকসুতে পরাজিত প্রার্থীদের ব্যতিক্রমী আয়োজন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনে পরাজিত প্রার্থীরা একটি মিলনমেলার আয়োজন করেছেন। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের... বিস্তারিত