ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

টুইঙ্কেলের ব্যাঙ্গ

‘অপারেশন সিঁদুর’ সিনেমা নিয়ে অক্ষয়-ভিকির দ্বন্দ্ব!

২০২৫ মে ২১ ২০:৩৫:০৫
‘অপারেশন সিঁদুর’ সিনেমা নিয়ে অক্ষয়-ভিকির দ্বন্দ্ব!

ডুয়া ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের চালানো ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সিনেমা ঘিরে বলিউডে চলছে জোর আলোচনা। গুঞ্জন উঠেছে এই প্রজেক্ট নিয়ে অভিনেতা অক্ষয় কুমার ও ভিকি কৌশলের মধ্যে নাকি দ্বন্দ্ব তৈরি হয়েছে। ভক্ত ও নেটিজেনদের মধ্যেও এ নিয়ে চলছে নানা মন্তব্য ও জল্পনা। আর সেই আলোচনা নিয়ে ব্যাঙ্গ করেছেন অক্ষয়ের স্ত্রী ও অভিনেত্রী-লেখক টুইঙ্কেল খান্না।

বরাবরই স্পষ্টভাষী হিসেবে পরিচিত প্রয়াত রাজেশ খান্নার মেয়ে টুইঙ্কেল খান্নায়। তারা নানা মন্তব্য ও রসবোধ সংবাদ শিরোনাম হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। অক্ষয়-ভিকির ‘বিবাদ’ নিয়ে সরাসরি না বললেও, তিনি সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক মন্তব্য করে ইঙ্গিত দেন এই গুঞ্জনকে গুরুত্ব না দিতে।

জানা গেছে, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রতিরোধমূলক অভিযানের ঘটনাকে ঘিরেই তৈরি হচ্ছে ‘অপারেশন সিঁদুর’। কিছুদিন আগেই ছবির নাম নিবন্ধন নিয়ে প্রযোজক-পরিচালকদের আগ্রহ চোখে পড়ে। তবে যুদ্ধ প্রেক্ষাপটের এই সিনেমার পোস্টার প্রকাশ্যে আসার পর তা নতুন বিতর্কের জন্ম দেয়।

এমন পরিস্থিতিতে হিন্দি চলচ্চিত্র জগতের দুই সুপরিচিত তারকা অক্ষয় কুমার ও ভিকি কৌশল চর্চার কেন্দ্রবিন্দুতে আছেন। ‘অপারেশন সিঁদুর’ সিনেমায় অভিনয়ের জন্য অক্ষয় নিজেকে মনোজ কুমারের যোগ্য উত্তরসূরী হিসেবে তুলে ধরেছেন। অপর দিকে, ইন্ডাস্ট্রির তুলনায় নবাগত হলেও ভিকি কৌশল ইতোমধ্যেই ‘উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক’, ‘সর্দার উধম’সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিনেমা উপহার দিয়েছেন। তার সাম্প্রতিক কাজ ‘ছাবা’ও ভারতের বীর সেনাদের গল্প বলেছে। এই সব কারণে আলোচনায় উঠে এসেছে যে, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে দুই তারকার মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে।

সামাজিক মাধ্যমে টুইঙ্কেল খান্না লিখেছেন, “সোশ্যাল মিডিয়ার যুগে সত্যি-মিথ্যে খুঁজে বের করা খুব কঠিন। আমি যখন জানতে পারি অক্ষয় নাকি এই সিনেমাটির জন্য ভিকির সঙ্গে রীতিমতো ঝগড়া করেছে, তখন এক মুহূর্ত অপেক্ষা না করে আমি ওকে ফোন করি। বলি, তুমি নাকি অপারেশন সিঁদুর ছবিটা নিয়ে ভিকি কৌশলের সঙ্গে ঝগড়া বাধিয়েছ? ও কোনোরকমে দম ফেলে আমাকে বলে- ‘আরে এসব ভুয়া খবর। আমার পা পুড়েছে, রাখো। পরে ফোন করছি।’ আমি ভাবলাম ফোন রাখার জন্য অন্য কোনো অজুহাতও দিতে পারত।”

“অক্ষয় বাড়ি ফিরতেই দেখলাম, ওর পায়ে সত্যিই একটা দৃশ্যের শুটিং করার সময়ে আগুন লেগেছিল। আসলে এত ভুয়া তথ্য চারদিকে কোনটা বিশ্বাস করব না করব না, বুঝে পাই না,” যোগ করেন তিনি।

তবে ‘অপারেশন সিঁদুর’ সিনেমাকে কেন্দ্র করে অক্ষয় কুমার ও ভিকি কৌশলের দ্বন্দ্বের খবরটি নিজের স্বাতন্ত্র্যপূর্ণ রসবোধে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে প্রকাশ করেছেন লেখিকা টুইঙ্কেল খান্না।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে