ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

৪ কোটি ৩৮ লাখ টকার স্বর্ণ ফিরিয়ে দিলেন ২ ব্যক্তি

২০২৫ মে ২১ ২০:৩৭:৪৩
৪ কোটি ৩৮ লাখ টকার স্বর্ণ ফিরিয়ে দিলেন ২ ব্যক্তি

ডুয়া ডেস্ক: চেক প্রজাতন্ত্রের উত্তর-পূর্বাঞ্চলের ক্রকোনোশে পর্বতমালায় হাইকিং করতে গিয়ে এক বিস্ময়কর আবিষ্কারের মুখোমুখি হয়েছেন দুই পর্বতারোহী। পাহাড়ের পাথুরে দেয়ালের ফাঁক থেকে উঁকি দিচ্ছিল অ্যালুমিনিয়ামের তৈরি একটি বাক্স। কৌতূহলবশত তারা বাক্সটি খুলে দেখেন, এর ভেতরে রয়েছে সোনায় ভরা এক ভাণ্ডার।

বাক্সের ভিতর পাওয়া গেছে ১০টি সোনার ব্রেসলেট, ১৭টি সিগারেট কেস, একটি আয়না, একটি চিরুনি এবং ৫৯৮টি স্বর্ণমুদ্রা। সব মিলিয়ে এই স্বর্ণের ওজন প্রায় ৩ কেজি ৭০০ গ্রাম। বর্তমান বাজারমূল্যে যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা ৪ কোটি ৩৮ লাখেরও বেশি।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশ না করে ওই পর্বতারোহীরা সোনা হস্তান্তর করেন স্থানীয় কর্তৃপক্ষের কাছে। পরে এই প্রত্নবস্তু হরাডেক ক্রালোভে শহরের 'মিউজিয়াম অব ইস্টার্ন বোহেমিয়া'-তে নেওয়া হয়। মিউজিয়ামের প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান মিরোস্লাভ নোভাক জানান, বিষয়টি বিশ্লেষণে একটি বিশেষজ্ঞ দল কাজ শুরু করেছে।

নোভাক বলেন, মুদ্রাগুলো শত বছরের বেশি পুরোনো নয়। একটি মুদ্রায় ১৯২১ সালের ছাপ রয়েছে। এটি হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বা ১৯৪৫ সালে জার্মানদের ওই অঞ্চল ত্যাগের সময় গোপনে লুকিয়ে রাখা হয়েছিল।

আবিষ্কারের পর থেকেই স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ও নানা জল্পনা ছড়িয়ে পড়েছে। বিস্ময়ের বিষয় হলো—এই সম্পদে কোনো স্থানীয় মুদ্রা নেই; অর্ধেক বলকান অঞ্চলের, বাকিগুলো ফরাসি। সাধারণত ওই অঞ্চলে জার্মান বা চেকোস্লোভাক মুদ্রা পাওয়া গেলেও এখানে সেগুলোর কোনো চিহ্ন নেই।

অনেকে মনে করছেন, এটি হয়তো কোনো ধনী পরিবারের জমা করা সম্পদ, আবার কেউ বলছেন এটি চেকোস্লোভাক সেনাবাহিনীর যুদ্ধলব্ধ রত্নভাণ্ডার। ইতিহাসবিদদের মতে, ১৯২১ সালের সময়কাল ছিল চেকোস্লোভাকিয়ার জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার সময়, তাই কেউ ভবিষ্যতের নিরাপত্তাহীনতার কথা ভেবেই এটি লুকিয়ে রেখেছিলেন।

মিউজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এই ধনসম্পদের ধাতব বিশ্লেষণ করা হবে এবং মুদ্রা সংগ্রহশালায় সংরক্ষণ করা হবে। পাশাপাশি আসন্ন শরতে এই সম্পদ নিয়ে একটি বিশেষ প্রদর্শনীরও পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, চেক আইনের অধীনে, এমন প্রত্নসম্পদের মালিকানা সংশ্লিষ্ট প্রশাসনের হাতে গেলেও যারা এটি খুঁজে পান, তারা নিয়ম মেনে জমা দিলে এর বিনিময়ে এককালীন পুরস্কার পাওয়ার যোগ্য হন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে