ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

সাম্য হত্যার তদন্তে গতি, আরও ৩ গ্রেপ্তার

২০২৫ মে ২১ ২০:০২:৫৩
সাম্য হত্যার তদন্তে গতি, আরও ৩ গ্রেপ্তার

ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (২০ মে) রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে বুধবার (২১ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়মিতভাবে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। সাম্যর মৃত্যুর ঘটনায় তদন্ত এবং আইনি প্রক্রিয়ায় প্রশাসনের ভূমিকার জন্য তার পরিবার সন্তোষ প্রকাশ করেছে।

বুধবার উপাচার্য কার্যালয়ে সাম্যর পিতা মো. ফকরুল আলম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রশাসনের সহায়তায় সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ও সাম্যর তিন ভাই উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আমরা এ ঘটনার বিচার দ্রুত ও নিরপেক্ষভাবে নিশ্চিত করতে চাই। প্রশাসন রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে কাজ করছে এবং সাম্যর পরিবারের পাশে সবসময় থাকবে।

সাম্যর পিতা প্রশাসনের সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে বলেন, এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে