ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

বন্ধু হারিয়ে বিশ্বমঞ্চে বিচ্ছিন্ন ই-স-রা-য়ে-ল

২০২৫ মে ২১ ২২:০৫:১৫
বন্ধু হারিয়ে বিশ্বমঞ্চে বিচ্ছিন্ন ই-স-রা-য়ে-ল

ডুয়া ডেস্ক: ইসরায়েল কূটনৈতিক ও রাজনৈতিকভাবে চরম বিপর্যয়ের মুখে পড়েছে—এমন স্বীকারোক্তি এসেছে প্রভাবশালী ইহুদিবাদী বিশ্লেষকদের লেখনীতে। ইরানের সরকারি বার্তা সংস্থা ‘ইরনা’ জানিয়েছে, ইসরায়েলি বিশ্লেষক ইয়োসি ফের্টার ইহুদি দৈনিক হারেতজ-এ এক নিবন্ধে উল্লেখ করেন, ইসরায়েল বর্তমানে কূটনৈতিকভাবে ভেঙে পড়ছে। এই পতনের পেছনে রয়েছে অভ্যন্তরীণ নীতি ব্যর্থতা, আন্তর্জাতিক অঙ্গনে একঘরে হয়ে পড়া এবং ঐতিহ্যবাহী মিত্রদের সমর্থন হারানো।

তিনি জানান, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের পরিকল্পনার বিপক্ষে হামাসের কঠোর অবস্থানের প্রেক্ষিতে একসময় গাজায় মানবিক সহায়তা বন্ধ করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কিন্তু এখন, দুর্ভিক্ষ রোধের অজুহাতে তিনি সে সহায়তা প্রবেশে সম্মত হয়েছেন—যা স্পষ্ট নীতিগত দ্বন্দ্বের প্রতিচ্ছবি।

ফের্টার আরও বলেন, ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা জে.ডি. ভ্যান্সের ইসরায়েল সফর বাতিল এবং যুদ্ধ চালিয়ে গেলে নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের সমর্থন প্রত্যাহারের হুমকি, আমেরিকান ডানপন্থীদের মধ্যেও নেতানিয়াহুর জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত দেয়।

ইসরায়েলের বিরুদ্ধে এখন পশ্চিমা বিশ্বের কঠোর অবস্থান স্পষ্ট হচ্ছে। ফ্রান্স, ব্রিটেন ও কানাডা যৌথ বিবৃতিতে তেল আবিব সরকারের নিন্দা জানিয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার হুমকিও দিয়েছে। এমনকি জার্মানি ও চেক প্রজাতন্ত্র—যারা বরাবরই ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র—তাদের পক্ষ থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

ফের্টার বিদ্রুপ করে লেখেন, যখন ইসরায়েল রাজনৈতিকভাবে ভেঙে পড়ছে, তখন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ আজারবাইজানে ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতায় ইসরায়েলের প্রতিনিধির অগ্রাধিকার পাওয়া বিষয়টিকে ‘জাতিগত বন্ধুত্বের নিদর্শন’ হিসেবে উল্লেখ করছেন।

এদিকে, ইসরায়েলি সাংবাদিক নাদাভ ইয়াল গাজা যুদ্ধকে রাজনৈতিক ব্যর্থতার প্রতিচ্ছবি হিসেবে আখ্যা দিয়ে বলেন, “ইসরায়েল বৈশ্বিক সমর্থন হারিয়েছে এবং নৈতিক বৈধতা হারিয়ে ফেলেছে। নেতানিয়াহুর মন্ত্রিসভার যুদ্ধ শেষের কোনো সুস্পষ্ট পরিকল্পনাও নেই।”

মা’আরিভ পত্রিকার বিশ্লেষক বেন ক্যাসপিট কড়া ভাষায় সমালোচনা করে বলেন, “নেতানিয়াহু একটি অসম্ভব বিজয়ের পেছনে ছুটছেন, যা সামরিক বা কূটনৈতিকভাবে সম্ভব নয়। তিনি জানেন, মিত্ররা সরে যাচ্ছে, বিশ্ব দরজা বন্ধ করছে—তবুও গুরুত্ব দিচ্ছেন না। বিশ্ব যখন ইসরায়েলকে বিচ্ছিন্ন করতে চায়, তখন তিনি কেবল গাজাবাসীকে নির্মূল করার চিন্তা করছেন।”

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এই কঠোর সমালোচনাগুলো সামনে এসেছে এমন সময়, যখন মঙ্গলবার ব্রিটিশ সরকার গাজায় ইসরায়েলি হামলা ও পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির প্রতিবাদে কিছু জায়োনিস্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং ইসরায়েলের সঙ্গে চলমান মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে