ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

পাওয়ার গ্রিডে ৯৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

২০২৫ মে ২১ ২৩:৪৯:১৪
পাওয়ার গ্রিডে ৯৯ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

ডুয়া ডেস্ক: দেশের জাতীয় বিদ্যুৎ গ্রিড ব্যবস্থাপনায় নিয়োজিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি বর্তমানে ৯৯টি শূন্য পদের বিপরীতে নিয়োগ কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি দেশব্যাপী বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে।

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে। প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং সংশ্লিষ্ট পদের জন্য নির্ধারিত শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা পূরণ করতে হবে। তবে যেসব প্রার্থী সম্প্রতি শিক্ষাগত যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিন্তু এখনও সার্টিফিকেট পাননি বা ফলাফলের অপেক্ষায় রয়েছেন, তাদের আবেদন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিদেশ থেকে প্রাপ্ত ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশেষ শর্ত প্রযোজ্য। তাদেরকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অথবা সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে সমতুল্য ডিগ্রির স্বীকৃতি নিতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা ও শর্ত উল্লেখ করা হয়েছে, যা প্রার্থীদের অবশ্যই ভালোভাবে যাচাই করে নিতে হবে।

পদের নাম ও বর্ণনা—

১. জুনিয়র সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ/অডিট)পদসংখ্যা: ২বেতন গ্রেড: ৮বেতন স্কেল: ৩৫,০০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।

২. জুনিয়র হিসাব সহকারীপদসংখ্যা: ২বেতন গ্রেড: ১১,বেতন স্কেল: ২৩,০০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্যঅন্যান্য ভাতা/সুবিধাদি।

৩. জুনিয়র ব্যক্তিগত সচিবপদসংখ্যা: ৬বেতন গ্রেড: ১১বেতন স্কেল: ২৩,০০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।

৪. জুনিয়র প্রশাসনিক সহকারী/জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভান্ডার সহকারীপদসংখ্যা: ৪টিবেতন গ্রেড: ১১বেতন স্কেল: ২৩,০০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।

৫. জুনিয়র নিরাপত্তা পরিদর্শকপদসংখ্যা: ৪টিবেতন গ্রেড: ১১বেতন স্কেল: ২৩,০০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।

৬. কেয়ারটেকারপদসংখ্যা: ১টিবেতন গ্রেড: ১৪বেতন স্কেল: ১৫,৫০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।

৭. স্টেশন অ্যাটেনডেন্টপদসংখ্যা: ৩০টিবেতন গ্রেড: ১৫বেতন স্কেল: ১৪,৫০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।

৮. নিরাপত্তা প্রহরীপদসংখ্যা: ৫০টিবেতন গ্রেড: ১৫বেতন স্কেল: ১৪,৫০০/- এবং চাকরিবিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতা/সুবিধাদি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

চাকরি এর সর্বশেষ খবর

চাকরি - এর সব খবর



রে