ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

লালমনিরহাটে ৩ কোটি টাকার মা-দ-ক ধ্বংস

২০২৫ মে ২১ ২১:১৩:৫৬
লালমনিরহাটে ৩ কোটি টাকার মা-দ-ক ধ্বংস

ডুয়া ডেস্ক: লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক উদ্ধার করা প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়েছে।

মাদকবিরোধী প্রচারণার অংশ হিসেবে বুধবার (২১ মে) বিকেলে লালমনিরহাট ১৫ বিজিবির উদ্যোগে বিজিবি প্রশিক্ষণ মাঠে এই ধ্বংসকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই উদ্ধারকৃত মাদকদ্রব্য দিয়ে ‘মাদককে না বলুন’ স্লোগানটি সাজিয়ে প্রদর্শন করা হয়, যা উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে। এরপর ফেনসিডিল, গাঁজা, ইয়াবা, যৌন উত্তেজক ট্যাবলেটসহ বিভিন্ন প্রকার বিপুল পরিমাণ মাদক হাতুড়ি ও রোলারের মাধ্যমে ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এই লক্ষ্য অর্জনে সকলের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্নেল সাব্বির আহমেদ, সেক্টর কমান্ডারসহ বিজিবির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা। সভাপতিত্ব করেন ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পুলিশ বিভাগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

বিজিবির এই উদ্যোগকে শিক্ষার্থী ও এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন এবং মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান জোরালো করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
ট্যাগ: মাদক ধ্বংস

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে