ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

রফতানি ধাক্কা: আখাউড়া দিয়ে ভারতে মাছ পাঠানো বন্ধ 

২০২৫ মে ২১ ১৩:৪৯:২৬
রফতানি ধাক্কা: আখাউড়া দিয়ে ভারতে মাছ পাঠানো বন্ধ 

ডুয়া ডেস্ক: ভারত সরকার হঠাৎ করে বাংলাদেশ থেকে ছয়টি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারির পর নতুন করে জটিলতা দেখা দিয়েছে আখাউড়া স্থলবন্দরে। ব্যাংকিং জটিলতা ও এক্সপোর্ট পারমিট (ইএসপি) জটিলতার কারণে বুধবার (২১ মে) সকাল থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় মাছ রফতানি বন্ধ রেখেছেন বাংলাদেশি ব্যবসায়ীরা।

বিষয়টি নিশ্চিত করে মৎস্য রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া জানান, ‘ইএসপি সংক্রান্ত জটিলতায় আজ আমরা মাছ রফতানি করতে পারছি না। তবে আশা করছি, সমস্যা দ্রুত সমাধান হবে এবং আগামীকাল সকাল থেকে রফতানি কার্যক্রম আবারও শুরু হবে।’

এদিকে, ভারতের নিষেধাজ্ঞার ফলে আখাউড়া স্থলবন্দর দিয়ে রফতানিকৃত পণ্যের মধ্যে তৈরি পোশাক, ফল ও ফলের স্বাদযুক্ত পানীয়, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, প্লাস্টিকসামগ্রী, সুতা ও সুতার উপজাত এবং আসবাবপত্র আপাতত বন্ধ রয়েছে। এর মধ্যে তৈরি পোশাক ও কাঠের আসবাব ছাড়া বাকি পণ্যগুলো নিয়মিতই রফতানি হতো এ বন্দরের মাধ্যমে।

আখাউড়া স্থল শুল্ক স্টেশন সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে এই বন্দরের মাধ্যমে ভারতে রফতানি হয়েছে ৪২৭ কোটি ৮৮ লাখ টাকার পণ্য। চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত এই পরিমাণ দাঁড়িয়েছে ৪৫৩ কোটি টাকা ছাড়িয়ে। প্রধান রফতানি পণ্যের মধ্যে রয়েছে হিমায়িত মাছ, রড, সিমেন্ট, ভোজ্যতেল, তুলা, শুঁটকি, প্লাস্টিক ও মেলামাইনসামগ্রী।

ব্যবসায়ীরা বলছেন, নিষেধাজ্ঞা ও প্রশাসনিক জটিলতায় আখাউড়া বন্দরের রফতানি কার্যক্রমে বড় ধরনের ধাক্কা লাগতে পারে। দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে