ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
পাকিস্তানে ফের হা-ম-লা
.jpg)
ডুয়া ডেস্ক: পাকিস্তানের লাহোরে নিজের বাড়িতে হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন লস্কর-ই-তইবার শীর্ষস্থানীয় নেতা আমির হামজা। তাকে তাৎক্ষণিকভাবে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইর নিরাপত্তায় লাহোরের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই হামলার পেছনে কারা রয়েছে বা কীভাবে এটি ঘটেছে সে বিষয়ে এখনও কোনও পরিষ্কার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
আমির হামজা পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালার বাসিন্দা। ২০১২ সালে তাকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। লস্কর প্রধান হাফিজ সাঈদ এবং আবদুল রহমান মাক্কির ঘনিষ্ঠ এই নেতার দায়িত্ব ছিল সংগঠনের প্রচার এবং প্রকাশনার কাজ। ২০০০ সালের দিকে ভারতে সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা নেওয়ার পাশাপাশি ২০০৫ সালের বেঙ্গালুরু হামলার সঙ্গেও তার নাম জড়িয়েছিল।
২০১৮ সালে লস্কর ও জামাত-উদ-দায়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারির পর ‘জইশ-ই-মানকাফা’ নামে একটি নতুন সংগঠন গড়ে তোলেন হামজা। তখন অনেকেই ধারণা করেছিলেন লস্করের অভ্যন্তরে ভাঙন শুরু হয়েছে। যদিও পরে তা কৌশলগত ধোঁকাবাজি বলেই প্রমাণিত হয়।
তিনদিন আগেই সিন্ধু প্রদেশে গুলিতে নিহত হন লস্করের আরেক শীর্ষ নেতা আবু সাইফুল্লাহ। এরপরই হামজার ওপর হামলার ঘটনা সংগঠনের অভ্যন্তরে কোন্দলের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এদিকে গত ৭ মে পেহেলগাম হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা চরমে পৌঁছায়। ওই দিন ভারতের বিমান হামলায় পাকিস্তান এবং আজাদ কাশ্মীরের (এজেকে) বিভিন্ন স্থানে কমপক্ষে ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হন।
জবাবে পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধবিমান— যার মধ্যে তিনটি রাফাল — ভূপাতিত করে এবং বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করে বলে দাবি করেছে ইসলামাবাদ। এই চারদিনের সংঘাতে ভারতের ১১ সেনা ও ৪০ বেসামরিক নাগরিক নিহত হন বলে জানা গেছে।
এরপর ১০ মে মার্কিন মধ্যস্থতায় উভয় দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এর কোনো নির্ধারিত সময়সীমা নেই। রোববার উভয় দেশের কর্মকর্তারা জানান, ডিজিএমও পর্যায়ে আলোচনার নতুন তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।
যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে তৈরি হওয়া জল্পনা উড়িয়ে দিয়ে এক ভারতীয় কর্মকর্তা বলেন, ১২ মে ডিজিএমও-র আলোচনায় স্পষ্ট জানানো হয়েছে এই যুদ্ধবিরতির কোনো শেষ তারিখ নির্ধারিত নয়।
পাকিস্তান সেনাবাহিনী এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও এক নাম প্রকাশে অনিচ্ছুক কূটনীতিক জানিয়েছেন, যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে এবং এটি শেষ হওয়ার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: নোমান আলীর শিকার মার্করাম
- শেয়ারবাজার কি ধ্বংসের পথে? আর কত রক্তক্ষরণ?
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার