ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

এনসিপি নেতাদের ওপর হামলা পরিকল্পিত: বিএনপি

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১৭ ১৭:২২:০৩
এনসিপি নেতাদের ওপর হামলা পরিকল্পিত: বিএনপি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ধ্বংস করার লক্ষ্যে পরিকল্পিতভাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ অভিযোগ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে সংঘটিত হামলা ও সহিংসতার ঘটনায় সরকারের ব্যর্থতা নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন নেতারা। তারা বলেন, রাজনৈতিক দলগুলোর কর্মসূচি ঘোষণার ক্ষেত্রে দায়িত্বশীলতা থাকা জরুরি। না হলে গণতন্ত্রবিরোধী অপশক্তি পরিস্থিতির সুযোগ নিতে পারে।

বিএনপি দাবি করে, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে গণতন্ত্র বাধাগ্রস্ত করা এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ করার একটি পরিকল্পনা চলছে।

মাদক, হত্যা, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজির মতো অপরাধ বেড়ে যাওয়ায় দ্রুত আইনশৃঙ্খলা স্বাভাবিক করার আহ্বান জানায় দলটি।

বিবৃতিতে সম্প্রতি পুরান ঢাকায় ব্যবসায়ী লাল চাঁদ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিএনপিকে দায়ী করে কিছু রাজনৈতিক নেতার বক্তব্যের তীব্র সমালোচনা করা হয়। বিবৃতিতে বলা হয়, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অশালীন ভাষায় আক্রমণ ও অবমাননাকর স্লোগান জাতিকে ক্ষুব্ধ ও স্তম্ভিত করেছে।

বিএনপি দাবি করে, এ ধরনের অরাজনৈতিক ও উসকানিমূলক কর্মকাণ্ড রাজনৈতিক পরিবেশকে কলুষিত করবে এবং আসন্ন জাতীয় নির্বাচনের প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাবে। এ অবস্থায় সব রাজনৈতিক দলকে পারস্পরিক সম্মান ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদ, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

এদিকে, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিতে হামলাকে বিএনপি নিন্দনীয় বলে মন্তব্য করেছে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানিয়েছে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত