ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
ভারতের বিভিন্ন সংস্থার বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা
ডুয়া ডেস্ক: ভারতের একাধিক ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের অভিযোগ—এই সংস্থাগুলো সচেতনভাবে অবৈধ অভিবাসনে সহায়তা করছে।
সোমবার প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোর কনসুলার অ্যাফেয়ার্স ও ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস প্রতিনিয়ত অবৈধ অভিবাসন ও মানবপাচারের ঘটনা শনাক্ত করতে কাজ করছে।
বিবৃতিতে বলা হয়, "আজ আমরা এমন কিছু ভারতীয় ভ্রমণ সংস্থার শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করছি, যারা সচেতনভাবে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশে সহায়তা করেছে। ভবিষ্যতেও এ ধরনের মানবপাচার রোধে আমরা কঠোর অবস্থান বজায় রাখবো।"
মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও জানায়, যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির লক্ষ্য শুধু বিদেশিদের অবৈধভাবে প্রবেশের বিপদ সম্পর্কে সচেতন করাই নয় বরং যারা এই প্রক্রিয়ায় সহায়তা করে তাদেরও আইনের আওতায় নিয়ে আসা। এই উদ্যোগের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা চলছে।
এই ভিসা নিষেধাজ্ঞার আওতায় শুধু সাধারণ আবেদনকারীরাই নন এমনকি যারা ভিসা ওয়েভার প্রোগ্রামের আওতাভুক্ত তারাও পড়তে পারেন।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন বিরোধী অবস্থান আরও কঠোর হয়। ইতিমধ্যে বহু দেশের অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ভারতীয়রাও রয়েছে। কিছু ক্ষেত্রে তাদের হাত ও কোমরে রশি বেঁধে বিমানে তুলে দেশে পাঠানোর ঘটনাও ঘটেছে।
তথ্য: পিটিআই
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন