ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অর্থ উপ-কমিটি গঠিত
ডুয়া নিউজ: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)’র আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং সদস্য সচিব আবদুল বারী ড্যানীর যৌথ স্বাক্ষরে আজ বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সংগঠনটির ২২ সদস্যবিশিষ্ট একটি অর্থ উপ-কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)’র সভাপতি মোহাম্মদ হাতেমকে এবং সদস্য সচিব করা হয়েছে স্যোসাল ইনভেস্টমেন্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল সায়াদাতকে।
অর্থ উপ-কমিটির গঠনের প্রেক্ষাপট বর্ণনা করে শামসুজ্জামান দুদু বলেন, বর্তমান আহ্বায়ক কমিটি পরিবর্তিত পরিস্থির ক্রান্তিলগ্নে ডুয়া’র দায়িত্ব গ্রহণ করেছে। তিনি জানান, আহ্বায়ক কমিটির প্রথম সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে এক গুচ্ছ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যার মধ্যে অন্যতম হলো- বিশ্ববিদ্যালয়ের ৩৪১ জন মেধাবী ও অস্বচ্ছল ছাত্র-ছাত্রীর বৃত্তি কর্মসূচি চলমান রাখা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে ‘ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস’ শীর্ষক একটি কর্মসূচি বাস্তবায়ন করা, জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি স্মৃতিকর্ণার নির্মাণে সহযোগিতা করা ইত্যাদি।
এছাড়া দীর্ঘমেয়াদী কমূসূচির অংশ হিসাবে বিশ্ববিদ্যালয় মেয়েদের জন্য আবাসিক হল নির্মাণে সাধ্যমতো সহযোগিতা করা। তিনি জানান, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের মধ্যে ৫২ শতাংশই মেয়ে শিক্ষার্থী। মেয়েদের ভর্তির সংখ্যা বেড়ে যাওয়ায় তাদের আবাসিক সংকট তীব্রতর হয়ে উঠেছে। তিনি বলেন, ২-৩ দিন আগে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও বিশ্ববিদ্যালয়ে ৫২ শতাংশ মেয়েদের ভর্তির বিষয়টি আলোচনা করেন এবং মেয়েদের জন্য জরুরীভিত্তিতে আবাসিক হল নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
অর্থ উপ-কমিটি গঠনের যৌক্তিকতা তুলে ধরে আবদুল বারী ড্যানী বলেন, যেসব সদস্যরা সার্বক্ষণিক সময় দিতে পারবেন এবং অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে সব সময় যেতে পারবেন, তাদেরকে অর্থ উপ-কমিটিতে রাখা হয়েছে। আর আমরা যারা অর্থ উপ-কমিটিতে নেই, আমরাও কমিটির সদস্যদের সঙ্গে সামিল হতে পারবো। এতে কোন অসুবিধা নেই। তিনি বলেন, এটি একটি টিম ওয়ার্ক। আমরা সেই টিম ওয়ার্ককে গতিশীল করতে চাই।
অর্থ উপ-কমিটির বাকি সদস্যরা হলেন-এ এইচ এম শফিকুজ্জামান, সৈয়দ আমিনুর রহমান মাইকেল, আবদুস সাত্তার মিয়াজী, নিলোফার চৌধুরী মনি, মেজবাহ উদ্দিন আলী, রেজাউল করীম মল্লিক, মো. আশরাফুল হক মুকুল, মাহফুজা রহমান চৌধুরী বাবলী, আবু রেজা মো. ইয়াহিয়া, ড. কামাল উদ্দিন জসীম, ড. মো. শরীফুল ইসলাম দুলু, গোপাল চন্দ্র দেবনাথ ও মোহাম্মাদ সাইফুল ইসলাম, জবদুল ইসলাম, মিজানুর রহমান আকন, শফিউল আজম, তারিকুল ইসলাম মনির, মো. মাহমুদুল হাসান ভূঁইয়া, এএসএম শাহীনুল হক ও ওবায়দুর রহমান এফসিএ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়