ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২
বৃত্তির অর্থ আত্মসাৎ রোধে জরুরি নির্দেশ মাউশির
ডুয়া ডেস্ক: শিক্ষার্থীদের বৃত্তির টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ রোধে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃত্তি বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সঠিকতার নিশ্চয়তা দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে, বৃত্তি গ্রহণকারীদের তথ্য যাচাই-বাছাই এবং বৃত্তির টাকা সরাসরি প্রাপকদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।
নির্দেশনায় আরও বলা হয়, রাজস্ব খাতভুক্ত সব ধরনের বৃত্তি—পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি ও অনার্স—সঙ্গে পেশামূলক ও তফসিলি উপবৃত্তির অর্থ ইএফটি (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের তফসিলভুক্ত অনলাইন ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় তবে এতে বৃত্তি প্রাপ্তির স্বচ্ছতা বাড়ানো এবং অর্থের অবৈধ ব্যবহার রোধ করা সম্ভব হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য বৃত্তির এমআইএস সফটওয়্যারে প্রতিষ্ঠান থেকে এন্ট্রি বা সংশোধন করা হয়।
এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা মাউশির ওয়েবসাইটের নোটিশ বোর্ডে আপলোড করা হয়। ফলে বর্ণিত বিষয়ে কোনো তথ্য মাউশি থেকে প্রতিষ্ঠান/অভিভাবক/শিক্ষার্থী থেকে চাওয়া হয় না।
নির্দেশনায় আরও জানানো হয়, সম্প্রতি বিভিন্ন প্রতারক চক্র মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা বোর্ড, সরকারি অফিস এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নাম ব্যবহার করে শিক্ষাপ্রতিষ্ঠান বা শিক্ষার্থীর অভিভাবকের কাছ থেকে অর্থ আদায়, প্রতিষ্ঠানের ইউজার আইডি ও পাসওয়ার্ড, ব্যাংক সংক্রান্ত তথ্য, ডেবিট/ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড, পিন নম্বর বা ওটিপি দাবি করছে। এসব প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
এছাড়া প্রতিষ্ঠানগুলোর ইউজার আইডি ও পাসওয়ার্ডের গোপনীয়তা যথাযথভাবে রক্ষা করার জন্য মাউশি কর্তৃপক্ষ বিশেষভাবে অনুরোধ জানিয়েছে। ইউজার আইডি ও পাসওয়ার্ড লুকিয়ে রাখা এবং তা কেউ যাতে অবৈধভাবে ব্যবহার করতে না পারে সেদিকে গুরুত্ব দেয়ার আহ্বান জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে