ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম

সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল; ৮ পরীক্ষককে কারণ দর্শানোর নোটিশ

ডুয়া নিউজ- শিক্ষা
২০২৫ জুলাই ২০ ২২:০৩:১৪
সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল; ৮ পরীক্ষককে কারণ দর্শানোর নোটিশ

এইচএসসি ও সমমানের পরীক্ষা এখনও চলমান। তবে পরীক্ষায় খাতা মূল্যায়নে অনিয়মের অভিযোগে ৮ পরীক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। বাংলা, ইংরেজি, গণিত, উচ্চতর গণিত ও ইসলাম শিক্ষা বিষয়ে পরীক্ষার্থীদের দিয়ে নিজেরাই ওএমআর শিটে বৃত্ত পূরণ করানোর ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্তে সত্যতা মিলেছে। প্রাথমিক তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা বোর্ড।

আজ রবিবার (২০ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা পৃথক পৃথক চিঠিতে কারণ দর্শানোর এই নোটিশ দেওয়া হয়।

এতে বলা হয়েছে, 'পরীক্ষকের দায়িত্বে থেকে খাতার গোপন অংশ মূল্যায়নের কাজ শিক্ষার্থী বা অন্য কাউকে দিয়ে করানো শাস্তিযোগ্য অপরাধ। এতে শিক্ষা বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। অভিযুক্তদের আগামী ৫ (পাঁচ) কর্মদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।'

কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক। তাদের মধ্যে রয়েছেন, নরসিংদীর বারৈচা কলেজের মধুছন্দা লিপি (বাংলা প্রথম পত্র), সাভারের হাজী ইউনুছ আলী কলেজের মো. জাকির হোসাইন (বাংলা দ্বিতীয় পত্র), গাজীপুরের ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল অ্যান্ড কলেজের মো. রাকিবুল হাসান (বাংলা দ্বিতীয় পত্র), ডেমরার রোকেয়া আহসান কলেজের মুরছানা আক্তার (ইংরেজি দ্বিতীয় পত্র), নবাবগঞ্জের মুন্সীনগর উচ্চ বিদ্যালয়ের আবু বকর সিদ্দিক (গণিত), রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সমীরময় মণ্ডল (গণিত), যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মো. সাখাওয়াত হোসাইন আকন (ইসলাম শিক্ষা) এবং সেন্ট যোসেফস হাই স্কুল অ্যান্ড কলেজের মহসীন আলামীন (উচ্চতর গণিত)।

ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, 'পরীক্ষার খাতা মূল্যায়নের দায়িত্ব অত্যন্ত গোপনীয়। এ ক্ষেত্রে অনিয়ম বা গাফিলতি কোনোভাবেই বরদাশত করা হবে না। চিঠির অনুলিপি সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয় ও প্রতিষ্ঠান প্রধানদের কাছেও পাঠানো হয়েছে।'

শিক্ষা বোর্ড সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে অনিয়মের ঘটনাগুলো ছড়িয়ে পড়ায় বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এসব ঘটনা বিস্তারিতভাবে তদন্তের জন্য কেন্দ্রীয়ভাবে একটি তদন্ত কমিটি গঠন করার চিন্তাভাবনা চলছে বলেও আভাস মিলেছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত