ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে অমর একুশে গ্রন্থমেলা

২০২৫ নভেম্বর ০২ ২১:১১:৫৫

ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে অমর একুশে গ্রন্থমেলা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরই আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে অমর একুশে গ্রন্থমেলা। জাতীয় নির্বাচনের সময়সূচি ঘোষণার সঙ্গে সঙ্গেই বইমেলার তারিখ চূড়ান্ত করে প্রকাশ করবে বাংলা একাডেমি।

রোববার (২ নভেম্বর) বিকেলে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে বাংলা একাডেমির মহাপরিচালক এই সিদ্ধান্তের কথা জানান।

বৈঠকে জানানো হয়, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা হলেই মেলার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হবে।

বৈঠকের আলোচনায় বইমেলা আয়োজনের জন্য কয়েকটি সম্ভাব্য সময় প্রস্তাব করা হয়। এসব প্রস্তাব রাষ্ট্রের নিরাপত্তা সংস্থাগুলোর পরামর্শ অনুযায়ী পর্যালোচনা করে দেখা হয়। আলোচনার পর নির্বাচনের পরপরই ফেব্রুয়ারি মাসে মেলা আয়োজনকেই সবচেয়ে উপযুক্ত সময় হিসেবে বিবেচনা করা হয়।

সরকারি সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার পর ফেব্রুয়ারির শুরুতেই ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে ফেব্রুয়ারিতেই অমর একুশে বইমেলা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলা একাডেমি। যদিও চূড়ান্ত ঘোষণার আগে এ সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।এস/এফ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত