ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ১ম বর্ষ ফরম পূরণের সময় বৃদ্ধি

২০২৫ নভেম্বর ০৪ ০০:১১:১৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ১ম বর্ষ ফরম পূরণের সময় বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বিলম্ব ফিসহ পুনর্নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল শিক্ষার্থী ২২ অক্টোবরের মধ্যে ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং তাদের উত্তরপত্র সংশ্লিষ্ট শাখা বা আঞ্চলিক কেন্দ্রে জমা দিয়েছে, শুধুমাত্র তারাই ফরম পূরণের সুযোগ পাবেন। অন্যান্য ফির সঙ্গে তাদের অতিরিক্ত ৪ হাজার টাকা বিলম্ব ফি প্রদান করতে হবে।

নতুন সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা ২ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণের আবেদন করতে পারবে। কলেজ কর্তৃপক্ষকে ৮ নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের তথ্য নিশ্চয়ন করতে হবে এবং সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার শেষ তারিখ ৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে, নির্ধারিত সময়ের পর ফরম পূরণের কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তাই শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষকে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে হবে।

এছাড়াও, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, আগে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব কলেজ এখনো ফরম পূরণের কাজ শেষ করতে পারেনি, তারাও এই বর্ধিত সময়ের মধ্যে তা সম্পন্ন করতে পারবে। গত ২১ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী অনিয়মিত শিক্ষার্থীরাও এই ফরম পূরণের সুযোগ পাবেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত