ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
শিক্ষকদের সচিবালয় পদযাত্রা পুলিশের বাধায় থমকে গেল
নিজস্ব প্রতিবেদক :নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকারি বেতনভুক্ত (এমপিও) তালিকাভুক্ত করার দাবিতে রাজধানীতে আন্দোলনরত শিক্ষকদের সচিবালয় অভিমুখে পদযাত্রা পুলিশ বাধা দিয়ে আটকে দিয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালনের পর শিক্ষকরা পল্টন মোড় ঘুরে সচিবালয়ের দিকে যাত্রা শুরু করলে প্রেস ক্লাব সংলগ্ন সড়কে পুলিশ তাদের পথরোধ করে। এতে সেখানে শিক্ষক ও পুলিশের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় এবং তারা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে পড়েন।
‘নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদ’-এর ব্যানারে সারা দেশ থেকে আসা শিক্ষকেরা ঢাকায় অবস্থান নিয়ে এ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি, স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্ত করতে হবে এবং দীর্ঘদিন ধরে বঞ্চিত শিক্ষকদের আর্থিক অনিশ্চয়তা দূর করতে হবে। শিক্ষকরা জানান, তারা শান্তিপূর্ণভাবে পদযাত্রা শুরু করলেও বারবার বাধা দিয়ে তাদের ন্যায্য দাবি উপেক্ষা করা হচ্ছে, যা অত্যন্ত হতাশাজনক।
পরিষদের সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মুনিমুল হক সাংবাদিকদের বলেন, আপাতত তারা পুলিশি বাধার মুখে সেখানেই অবস্থান করছেন। পুলিশ তাদের অবস্থান কর্মসূচিতে ফিরে যাওয়ার অনুরোধ জানালেও কিছুক্ষণ পর তারা পূর্বঘোষিত স্থানে ফিরে গিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। তিনি আরও বলেন, সরকার যদি এমপিও নীতিমালা ও পরিপত্রের অসামঞ্জস্য বন্ধ করে সব শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও তালিকায় অন্তর্ভুক্ত না করে, তবে তারা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।
শিক্ষকদের দাবি, বহু বছর ধরে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত না হওয়ায় হাজারো শিক্ষক-কর্মচারী বেতন-ভাতা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। অনেকেই সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, আবার কেউ কেউ পেশা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। অথচ দেশের প্রান্তিক এলাকায় এসব শিক্ষকই শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন। তারা অভিযোগ করেন, একই মানদণ্ড থাকা সত্ত্বেও একাধিক প্রতিষ্ঠান এমপিও সুবিধা পেলেও অনেক প্রতিষ্ঠান এখনো তা থেকে বঞ্চিত, যা নীতিমালার বৈষম্যের প্রমাণ।
শিক্ষকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে তারা অবস্থান কর্মসূচি আরও কঠোর করবেন এবং অনশনসহ দীর্ঘমেয়াদি আন্দোলনে যেতে বাধ্য হবেন। তাদের মতে, শিক্ষকদের দাবিকে উপেক্ষা করলে শিক্ষাব্যবস্থায় অচলাবস্থা সৃষ্টি হতে পারে। তারা আশা করেন, সরকার দ্রুত বিষয়টি সমাধানের উদ্যোগ নেবে এবং সংলাপের মাধ্যমে একটি স্থায়ী সমাধানে পৌঁছাবে, যাতে দেশের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষকদের সম্মান অক্ষুণ্ণ থাকে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন