ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

এবারের নির্বাচনে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

২০২৬ জানুয়ারি ২৮ ১৯:৩৬:২৭

এবারের নির্বাচনে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিগত সময়ের যেকোনো নির্বাচনের তুলনায় এবার নির্বাচনের প্রস্তুতি অনেক বেশি ভালো এবং সুসংগঠিত। তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত কর্মকর্তাদের মধ্যে কোনো ‘ফ্যাসিবাদী দোসর’ নেই; বরং সবাই অত্যন্ত সৎ ও যোগ্য অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর সুবিদবাজারস্থ পিটিআই সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উপদেষ্টা জানান, এবারের নির্বাচনে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। তিনি বলেন, “প্রতিটি ভোটকেন্দ্রে ‘সুরক্ষা অ্যাপ’ ব্যবহার করা হবে। সিসি ক্যামেরা ও বডি অন ক্যামেরার পাশাপাশি প্রয়োজনে ড্রোন এবং ডগ স্কোয়াড মোতায়েন থাকবে।”

তিনি কেন্দ্রের জনবল কাঠামো তুলে ধরে বলেন, প্রতিটি কেন্দ্রে ১০ জন নিরস্ত্র আনসার (৬ জন পুরুষ ও ৪ জন নারী), ৩ জন সশস্ত্র আনসার এবং ২ থেকে ৩ জন সশস্ত্র পুলিশ সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, র‍্যাব, বিজিবি ও কোস্টগার্ড। পাশাপাশি মোবাইল টিমগুলো সার্বক্ষণিক টহল দেবে।

সিলেটের প্রস্তুতি পর্যবেক্ষণ শেষে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের কোনো ঘাটতি আছে কি না, তা যাচাই করতেই আমার এই সফর। এখানকার কর্মকর্তাদের প্রস্তুতি আমাদের প্রত্যাশার চেয়েও অনেক ভালো। আমরা একটি নিখুঁত নির্বাচন উপহার দিতে পারব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

গণভোটের প্রচারণা নিয়ে নির্বাচন কমিশনের সাম্প্রতিক মন্তব্য এবং প্রশাসনের ভূমিকা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে উপদেষ্টা সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান, এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্যের প্রেক্ষিতে নতুন কিছু বলার প্রয়োজন তিনি মনে করছেন না।

সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা উন নবীর সঞ্চালনায় এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। অনুষ্ঠানে সিলেট বিভাগের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত