ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
৪১তম বিসিএস: ১৪ নন-ক্যাডার প্রার্থীর আইনি লড়াইয়ে বড় জয়
নিজস্ব প্রতিবেদক: ৪১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ১৪ জন পিটিশনারকে সহকারী প্রকৌশলী (সিভিল) নন-ক্যাডার (৯ম গ্রেড) পদে ৬০ দিনের মধ্যে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (২৮ জানুয়ারি) এ সংক্রান্ত রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উম্মে রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন।
আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন, অ্যাডভোকেট নাঈম সরদার, ব্যারিস্টার সোলায়মান তুষার ও অ্যাডভোকেট আশরাফুল করিম সাগর। অন্যদিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পক্ষে ছিলেন অ্যাডভোকেট গোলাম আহমেদ বুলবুল।
২০২৩ সালের ৭ ডিসেম্বর ৪১তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। কিন্তু রিটকারীদের অভিযোগ ছিল, বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে সহকারী প্রকৌশলীর (সিভিল) ১৭০টি নন-ক্যাডার পদ শূন্য থাকা সত্ত্বেও বিধি অনুযায়ী সেগুলোতে নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়নি। এই অনিয়মের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে মো. নয়ন হাসানসহ ১৪ জন চাকরিপ্রার্থী হাইকোর্টে রিট দায়ের করেন।
রিট আবেদনকারীরা হলেন— মো. নয়ন হাসান, এ এফ এম মহিউদ্দিন আলমগীর, অনির্বাণ সাহা, আতিকুর রহমান, মো. তানজির হোসেন, সম্রাট বিশ্বাস, মাইশা তাহসিন, মো. খলিলুর রহমান, মো. হাফিজুর রহমান, আফিমা সুলতানা, অনির্বাণ সরকার, দেবাশীষ সরকার, মো. আব্দুল আউয়াল ও মো. আরিফুল ইসলাম।
প্রাথমিক শুনানি শেষে ২০২৪ সালের ১৪ জানুয়ারি হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করেছিলেন। দীর্ঘ শুনানি শেষে আজ আদালত সেই রুল ‘অ্যাবসলিউট’ বা চূড়ান্ত ঘোষণা করে পিটিশনারদের নিয়োগের নির্দেশ দিলেন। এ মামলায় বিবাদী করা হয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়, পিএসসি, স্থানীয় সরকার মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে।
রায়ের প্রতিক্রিয়ায় রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির বলেন, “মাননীয় আদালত দীর্ঘ শুনানি শেষে ন্যায়বিচার নিশ্চিত করেছেন। আমরা আশা করি, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আদালতের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত ৬০ দিনের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে।”
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন
- প্রাথমিকের ভাইভা শুরু কবে, লাগবে যেসব কাগজপত্র
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস