ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

আমরা জানি না কে আসবে আর কি হবে: পররাষ্ট্র উপদেষ্টা

২০২৬ জানুয়ারি ২৮ ১৯:২০:০৮

আমরা জানি না কে আসবে আর কি হবে: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ড্রোন উৎপাদন, সংযোজন কারখানা স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তরের লক্ষ্যে চীনের সঙ্গে ‘সরকার থেকে সরকার’ (জিটুজি) পর্যায়ে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে কোনো বন্ধু রাষ্ট্র নাখোশ হতে পারে কি না—এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ তার নিজস্ব স্বার্থ বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে এবং এতে অন্য কারো মতামতের কোনো গুরুত্ব নেই।

বুধবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

চীনের সঙ্গে ড্রোনের এই চুক্তির বিষয়ে তৌহিদ হোসেন বলেন, “বাংলাদেশ যদি কোনো একটা ফ্যক্টরি বা ইন্ড্রাস্টি করার চিন্তা করে বা সেটআপ করে অন্য একটা দেশের সহযোগিতায় সেটা বাংলাদেশ তার নিজস্ব স্বার্থ ও সিদ্ধান্ত নিয়ে করবে। অন্য কে কি মনে করে তাতে কিছু যায় আসে না। এখন যদি অন্যকেউ… ভারতে যা কিছু হয় বা পাকিস্তানে যা কিছু হয় এটা নিয়ে আমার কি মতামত সেটার কোনো গুরত্ব আছে? নাই।”

জামায়েতে ইসলামীকে কেন্দ্র করে ঢাকার মার্কিন দূতাবাসের এক কর্মকর্তাকে নিয়ে ‘ওয়াশিংটন পোস্ট’-এর সাম্প্রতিক প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, “এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কারণ, আমরা জানি না কে আসবে আর কি হবে? স্পেকুলেট করেতো লাভ নাই। আমরা দেখব যে কে নির্বাচনে জিতে, কারা ক্ষমতায় আসে তারা কি করে তারা তখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ডিল করবেন।”

নির্বাচনকালীন সহিংসতা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতির প্রেক্ষাপটে প্রশ্ন করা হলে তৌহিদ হোসেন বলেন, “না, আমরা মোটে সেরকম নিশ্চিত নই। আশঙ্কা হচ্ছে যে, কোনো অপচেষ্টা হতে পারে সংঘাতের। সেটার বিস্তারিত দিনকে দিন ভালো বলতে পারবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু আমরা মনে করছি যে, যদি কোনো বিপদ বা সংঘাত হয়, নরমালি হওয়ার কথা না।”

তিনি নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর ভূমিকার প্রশংসা করে বলেন, “কারণ, যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা প্রত্যেকে তাদের কাযকালাপে যতেষ্ঠ সংযমের পরিচয় দিচ্ছেন। কাজেই গন্ডগল হলে যারা নির্বাচনে অংশ নিতে পারছে না তাদের দ্বারাই হওয়া সম্ভব।”

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত