ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

উত্তরার কাঁচাবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

২০২৬ জানুয়ারি ২৮ ১৮:২৬:১৫

উত্তরার কাঁচাবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট বর্তমানে কাজ করছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এই কাঁচাবাজারে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, আগুনের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় পরবর্তীতে আরও দুটি ইউনিট সেখানে যোগ দেয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কেও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্মীরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত