ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

নির্বাচন পর্যবেক্ষণ ‘ইন্ডিপেনডেন্ট’ পর্যবেক্ষক পাঠাবে যুক্তরাষ্ট্র

২০২৬ জানুয়ারি ২৮ ১৯:০৪:১৪

নির্বাচন পর্যবেক্ষণ ‘ইন্ডিপেনডেন্ট’ পর্যবেক্ষক পাঠাবে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো আনুষ্ঠানিক বড় পর্যবেক্ষক দল না পাঠালেও তাদের নিজস্ব ‘ইন্ডিপেনডেন্ট’ বা স্বতন্ত্র পর্যবেক্ষকেরা মাঠ পর্যায়ে ভোট পর্যবেক্ষণ করবেন।

বুধবার (২৮ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্বতন্ত্র পর্যবেক্ষকেরা ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং খুলনা—এই ৪টি বিভাগে নিজেদের মতো করে ভোট পর্যবেক্ষণ করবেন। তবে তারা আনুষ্ঠানিক বা ‘ফরমাল’ পর্যবেক্ষক দল হিসেবে থাকছেন না; উনারা মূলত ভোটের সার্বিক অবস্থা সরজমিনে দেখতে যাবেন।”

বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত নির্বাচনের কারিগরি ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে সচিব জানান, “যুক্তরাষ্ট্র জানতে চেয়েছে আমরা ভোট গ্রহণে কী কী প্রস্তুতি নিয়েছি, কীভাবে ভোট গণনা করা হবে, ফল কোথায় আসবে এবং গণনার সময়সীমা কত হতে পারে। আমরা রাষ্ট্রদূতকে আমাদের ব্যালট পেপারের আকার ও আকৃতি সম্পর্কে ধারণা দিয়েছি এবং একটি নমুনাও দেখিয়েছি।”

নির্বাচনী আচরণবিধি ও অভিযোগ প্রতিকার ব্যবস্থা নিয়ে আলোচনার বিষয়ে সচিব বলেন, “রাষ্ট্রদূত আমাদের ‘কোড অব কন্ডাক্ট’ সম্পর্কে জানতে চেয়েছিলেন। আমরা তাকে জানিয়েছি যে আমাদের একটি শক্তিশালী অভিযোগ ব্যবস্থাপনা সেল (Complaint Management Cell) রয়েছে। এছাড়া প্রতিটি আসনে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি এবং ম্যাজিস্ট্রেটরা নিয়োজিত আছেন, যাদের মাধ্যমে সমন্বয় করা হচ্ছে।”

মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা বা কোনো প্রশাসনিক অনিয়মের আশঙ্কা আছে কি না—রাষ্ট্রদূতের এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, “আমরা তাকে আশ্বস্ত করেছি যে এখন পর্যন্ত আমাদের নজরে এমন কোনো নেতিবাচক খবর নেই। ছোটখাটো বিষয় থাকলে তা স্থানীয়ভাবেই নিষ্পত্তি করা হচ্ছে। সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।”

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত