ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২
প্রাথমিকের ভাইভা শুরু কবে, লাগবে যেসব কাগজপত্র
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা) সময়সূচি ও প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হয়ে এই মৌখিক পরীক্ষা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের সকল প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি ন্যূনতম ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করে আগামী ২৭ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে।
সাধারণ প্রার্থীদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১. অনলাইনে আবেদনের সময় আপলোড করা ছবি ও আবেদনপত্রের কপি (Application Copy)।
২. জাতীয় পরিচয়পত্র (NID)।
৩. লিখিত পরীক্ষার প্রবেশপত্র।
৪. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট।
৫. সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের কাউন্সিলরের দেওয়া নাগরিকত্ব সনদ।
কোটাধারী প্রার্থীদের জন্য অতিরিক্ত কাগজপত্র:
মুক্তিযোদ্ধা কোটা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রদত্ত গেজেট, সনদ ও মুক্তিযোদ্ধার সঙ্গে সম্পর্কের সনদ।
প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ: সমাজসেবা অধিদপ্তর প্রদত্ত সনদ (সুবর্ণ নাগরিক কার্ড)।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী: সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বা জেলা প্রশাসকের দেওয়া সনদ।
কাগজপত্র জমা ও ভাইভার নিয়ম:
প্রার্থীদের সত্যায়িত ফটোকপি জমা দেওয়ার সময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে মূল কাগজপত্র প্রদর্শন করতে হবে। কাগজপত্র জমা দেওয়ার পর প্রার্থীদের একটি ‘প্রাপ্তি স্বীকারপত্র’ সংগ্রহ করতে হবে। মৌখিক পরীক্ষার দিন সকল মূল সনদ, এই প্রাপ্তি স্বীকারপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।
মৌখিক পরীক্ষার নির্দিষ্ট তারিখ, সময় ও স্থান সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। উল্লেখ্য, গত ২১ জানুয়ারি প্রকাশিত লিখিত পরীক্ষার ফলে মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন, যারা এই মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- চরম নাটকীয়তা চট্টগ্রাম বনাম রাজশাহীর খেলা শেষ-দেখুন ফলাফল
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল