ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

কাল থেকে চালু ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট

২০২৬ জানুয়ারি ২৮ ২০:০৯:০৬

কাল থেকে চালু ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৪ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে পুনরায় শুরু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি বিমান চলাচল। দুই দেশের মধ্যে আকাশপথে যোগাযোগ সহজ করতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এই নন-স্টপ ফ্লাইট পরিচালনার সব প্রস্তুতি সম্পন্ন করেছে। ১৪ বছর পর চালু হতে যাওয়া এই রুটের প্রথম ফ্লাইটের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, উদ্বোধনী ফ্লাইটের ১৬২টি আসনের একটিও ফাঁকা নেই। এমনকি দ্বিতীয় ফ্লাইটেরও ৮০ শতাংশের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। সরাসরি ফ্লাইট চালু হওয়ায় এখন থেকে যাত্রীদের আর তৃতীয় কোনো দেশে ট্রানজিট নিতে হবে না। এতে যাত্রীদের দীর্ঘ সময় বাঁচার পাশাপাশি রাউন্ড ট্রিপে বিমান ভাড়া কমবে সর্বনিম্ন ৩০ হাজার টাকা পর্যন্ত।

নির্ধারিত সূচি অনুযায়ী, ঢাকা থেকে ফ্লাইটটি প্রতি বৃহস্পতিবার ও শনিবার রাত ৮টায় উড্ডয়ন করবে এবং করাচি পৌঁছাবে স্থানীয় সময় রাত ১১টায়। ফিরতি পথে করাচি থেকে রাত ১২টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে পরদিন ভোর ৪টা ২০ মিনিটে। ১ হাজার ৪৭১ মাইলের এই আকাশপথ পাড়ি দিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৬২ আসনের বোয়িং ৭৩৭ উড়োজাহাজ ব্যবহার করছে। ঢাকা থেকে করাচি পৌঁছাতে সময় লাগবে প্রায় ৩ ঘণ্টা।

বিমান সূত্র জানায়, এই রুটটি বর্তমানে পর্যবেক্ষণমূলক পর্যায়ে রয়েছে। প্রাথমিকভাবে ২৯ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত পরীক্ষামূলকভাবে ফ্লাইট চালানো হবে। এই সময়ে যাত্রী চাহিদা এবং পারফরম্যান্স মূল্যায়ন করে পরবর্তীতে স্থায়ীভাবে ফ্লাইট চালানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, নিরাপত্তাজনিত ও বিভিন্ন কারিগরি জটিলতার কারণে ২০১২ সালে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। সম্প্রতি পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ) এই রুটে ফ্লাইট পরিচালনার চূড়ান্ত অনুমোদন এবং আকাশসীমা ব্যবহারের বিশেষ ছাড়পত্র দিয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত