ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
জাতীয় গণমাধ্যম কমিশন গঠনের খসড়া অধ্যাদেশ চূড়ান্ত
নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং সংবাদমাধ্যমের জবাবদিহি তদারকির লক্ষ্যে ‘জাতীয় গণমাধ্যম কমিশন’ গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে ‘জাতীয় গণমাধ্যম কমিশন অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত করেছে, যেখানে কমিশনের কাঠামো, নিয়োগ প্রক্রিয়া এবং ক্ষমতার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।
প্রস্তাবিত অধ্যাদেশ অনুযায়ী, এই কমিশন একটি স্থায়ী স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে কাজ করবে। একজন চেয়ারম্যান এবং আটজন সদস্যসহ মোট নয়জন সদস্যের সমন্বয়ে কমিশন গঠিত হবে। বৈচিত্র্য নিশ্চিত করতে কমিশনে অন্তত একজন নারী এবং একজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
চেয়ারম্যান ও সদস্য নিয়োগের জন্য পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের ‘বাছাই কমিটি’ গঠন করা হবে। এই কমিটিতে থাকবেন আপিল বিভাগের একজন বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, একজন বিশ্ববিদ্যালয় অধ্যাপক এবং ২০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন দুইজন জ্যেষ্ঠ সাংবাদিক। বাছাই কমিটি প্রতিটি পদের বিপরীতে দুইজন করে যোগ্য ব্যক্তির নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবেন এবং রাষ্ট্রপতি সর্বোচ্চ চার বছরের জন্য তাদের নিয়োগ দেবেন।
খসড়া অধ্যাদেশে সাংবাদিকদের সুরক্ষায় বেশ কিছু বৈপ্লবিক প্রস্তাব রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে:
সাংবাদিকদের ইমেইল, মোবাইল ফোন, ব্যক্তিগত তথ্য এবং পারিবারিক গোপনীয়তা রক্ষার আইনি নিশ্চয়তা।
হয়রানি, যৌন হয়রানি, সহিংসতা, অবৈধ আটক বা গুমের শিকার সাংবাদিকদের সুরক্ষায় সরকারকে সরাসরি সুপারিশ প্রদান।
সাংবাদিকদের ন্যূনতম যোগ্যতা নির্ধারণ এবং সম্মানজনক পারিশ্রমিক নিশ্চিতে প্রয়োজনীয় প্রতিকার প্রদান।
কমিশন ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যম তদারকি করার পাশাপাশি ভোক্তা বা সাধারণ মানুষের অভিযোগ নিষ্পত্তি করবে। অভিযোগের ভিত্তিতে কমিশন প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার বা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিতে পারবে। কমিশনের নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের কাছে সুপারিশ করা হবে। তবে কমিশনের যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে সরকারের কাছে আপিল করার সুযোগ রাখা হয়েছে।
তথ্য মন্ত্রণালয় মনে করছে, এই কমিশন কার্যকর হলে সংবিধানের ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী মতপ্রকাশের স্বাধীনতা যেমন সংরক্ষিত হবে, তেমনি সাংবাদিকতার পেশাদারিত্ব ও নৈতিক মানদণ্ড আরও সুদৃঢ় হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন