ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

জামিনে মুক্তি পেয়ে স্ত্রী-সন্তানের কবর জিয়ারত করলেন সেই সাদ্দাম

২০২৬ জানুয়ারি ২৮ ২২:৪৫:৪১

জামিনে মুক্তি পেয়ে স্ত্রী-সন্তানের কবর জিয়ারত করলেন সেই সাদ্দাম

নিজস্ব প্রতিবেদক: স্ত্রী ও সন্তানের মৃত্যুর চার দিন পর মানবিক বিবেচনায় হাইকোর্ট থেকে জামিন পেয়ে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দাম।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে তিনি কারাগার থেকে ছাড়া পান।

যশোর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) আসিফ উদ্দীন সাদ্দামের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে আদালত থেকে জামিনের আদেশ কারাগারে পৌঁছালে আইনি প্রক্রিয়া শেষে তাকে মুক্তি দেওয়া হয়।

কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সন্ধ্যায় বাগেরহাটের নিজ বাড়িতে পৌঁছান সাদ্দাম। সেখানে গিয়েই তিনি সোজা তার স্ত্রী কানিজ সুরভানা স্বর্ণালী ও ৯ মাস বয়সী শিশুপুত্র নাজিমের কবরে যান। প্রিয়জনদের কবরের পাশে দাঁড়িয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। এ সময় সেখানে এক হৃদয়বিদারক ও শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়।

সাদ্দামের পারিবারিক ও কারা সূত্র জানায়, গত ২৩ জানুয়ারি বিকেলে বাগেরহাটের বেখেডাঙ্গা গ্রামে সাদ্দামের বাড়িতে তার স্ত্রী স্বর্ণালী নিজের সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেন। পরদিন শনিবার যশোর কারাগারের গেটে মাত্র ৫ মিনিটের জন্য সাদ্দামকে তার স্ত্রী-সন্তানের মরদেহ দেখার সুযোগ দেয় কারা কর্তৃপক্ষ। সাদ্দামকে প্যারোলে মুক্তি না দিয়ে জেলগেটে মরদেহ দেখানোর ওই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

পরবর্তীতে গত সোমবার (২৬ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার হাইকোর্ট বেঞ্চ মানবিক বিবেচনায় সাদ্দামকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হয়েছিলেন জুয়েল হাসান সাদ্দাম। প্রথমে তাকে বাগেরহাট কারাগারে রাখা হলেও পরবর্তীতে যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছিল।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত