ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২
আমাদের প্রতিনিয়ত নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে: শিক্ষা উপদেষ্টা
.jpg)
শ্বেতপত্রে শিক্ষাবিষয়ক প্রস্তাবনাগুলো যথাসম্ভব এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার। তিনি বলেন, "শ্বেতপত্র থেকে প্রাপ্ত প্রস্তাবগুলো থেকে আলোচনার মাধ্যমে অনেকগুলো বিষয় চিহ্নিত করা হয়েছে। সেগুলো অল্প সময়ের মধ্যে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কাজ শুরু করেছি।"
আজ রবিবার (২০ জুলাই) মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্বেতপত্র প্রণয়ন কমিটি এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ও এর আওতাধীন বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
শ্বেতপত্র প্রণয়নে নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, "শ্বেতপত্র প্রণয়ন কমিটি যে সমস্যাগুলো চিহ্নিত করেছে- তা তারা অনেক অংশীজনের সঙ্গে আলোচনাক্রমে করেছেন। তাই এগুলো অবশ্যই গ্রহণযোগ্য। শ্বেতপত্র প্রণয়ন কমিটির উপস্থাপিত এসব বিষয় ছাড়াও প্রতিনিয়ত নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। প্রায়ই কোনো না কোনো ইস্যু তৈরি হচ্ছে। ইস্যুগুলো উপদেষ্টা এবং সচিবদের সমাধান করতে হবে।"
দক্ষতাভিতাসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে ড. সি আর আবরার বলেন, "আমাদের সময় এসেছে দেশের সীমিত সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে আধুনিক বিজ্ঞানভিত্তিক কারিগরি দক্ষতাসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলা। আজকের এ সভায় আলোচনার মাধ্যমে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমরা পেলাম, তা ভবিষ্যৎ শিক্ষাব্যবস্থায় সহায়ক হবে। আমরা মাঠপর্যায়ে এসব বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি। আমাদের সচিবরা এ বিষয়ে যথেষ্ট সচেতনতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।"
মানসম্মত শিক্ষা নিশ্চিত, শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তোলা, সরকারি ও বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষার উন্নয়ন এবং প্রবাসীদের জন্য কর্মমুখী শিক্ষা সম্প্রসারণ—এই সব বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে প্রস্তাবনা তুলে ধরেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা, এনসিপির সকল কার্যক্রম স্থগিত
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৬ জায়গায় হবে ডাকসুর ভোটগ্রহণ
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: দুদু
- শেয়ার কারসাজিকারীদের শাস্তি ১০ বছর করার প্রস্তাব
- ইপিএস প্রকাশ করেছে ৪ কোম্পানি