ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২
আমাদের প্রতিনিয়ত নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে: শিক্ষা উপদেষ্টা
.jpg)
শ্বেতপত্রে শিক্ষাবিষয়ক প্রস্তাবনাগুলো যথাসম্ভব এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার। তিনি বলেন, "শ্বেতপত্র থেকে প্রাপ্ত প্রস্তাবগুলো থেকে আলোচনার মাধ্যমে অনেকগুলো বিষয় চিহ্নিত করা হয়েছে। সেগুলো অল্প সময়ের মধ্যে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কাজ শুরু করেছি।"
আজ রবিবার (২০ জুলাই) মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্বেতপত্র প্রণয়ন কমিটি এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ও এর আওতাধীন বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
শ্বেতপত্র প্রণয়নে নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, "শ্বেতপত্র প্রণয়ন কমিটি যে সমস্যাগুলো চিহ্নিত করেছে- তা তারা অনেক অংশীজনের সঙ্গে আলোচনাক্রমে করেছেন। তাই এগুলো অবশ্যই গ্রহণযোগ্য। শ্বেতপত্র প্রণয়ন কমিটির উপস্থাপিত এসব বিষয় ছাড়াও প্রতিনিয়ত নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। প্রায়ই কোনো না কোনো ইস্যু তৈরি হচ্ছে। ইস্যুগুলো উপদেষ্টা এবং সচিবদের সমাধান করতে হবে।"
দক্ষতাভিতাসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে ড. সি আর আবরার বলেন, "আমাদের সময় এসেছে দেশের সীমিত সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে আধুনিক বিজ্ঞানভিত্তিক কারিগরি দক্ষতাসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলা। আজকের এ সভায় আলোচনার মাধ্যমে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমরা পেলাম, তা ভবিষ্যৎ শিক্ষাব্যবস্থায় সহায়ক হবে। আমরা মাঠপর্যায়ে এসব বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি। আমাদের সচিবরা এ বিষয়ে যথেষ্ট সচেতনতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।"
মানসম্মত শিক্ষা নিশ্চিত, শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তোলা, সরকারি ও বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষার উন্নয়ন এবং প্রবাসীদের জন্য কর্মমুখী শিক্ষা সম্প্রসারণ—এই সব বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে প্রস্তাবনা তুলে ধরেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে
- ২০ লাখ শেয়ার কিনলেন তালিকাভুক্ত কোম্পানির পরিচালক
- শেয়ারবাজারে ইতিহাস গড়ল ব্র্যাক ব্যাংক