ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২
প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ
সারাদাশে লাগাতার অনশনের হুঁশিয়ারি

বেতন-ভাতা বৃদ্ধি ও পদোন্নতিসহ চার দফা দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছেন তারা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী লাগাতার অনশন কর্মসূচি শুরু করার হুঁশিয়ারি দেন শিক্ষকরা।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে অনুষ্ঠিত এ মহাসমাবেশে এ কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল কাসেম।
সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হতে থাকেন। বেলা ১১টার দিকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে সমাবেশের আনুষ্ঠানিক সূচনা হয়। দুপুর ২টার দিকে সমাপনী বক্তব্যে সমিতির সভাপতি লাগাতার অনশন কর্মসূচির ঘোষণা দেন।
বক্তব্যে তিনি বলেন, “প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, রিটকারী ৪৫ জন প্রধান শিক্ষকের জন্য দশম গ্রেড বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে যাঁরা রিট করেননি তাঁদের বিষয়ে এখনো কোনো অগ্রগতি হয়নি। আমরা চাই, দেশের সব প্রধান শিক্ষক যেন সমানভাবে দশম গ্রেডের সুযোগ পান।”
সভাপতি আবুল কাসেম আরও বলেন, সহকারী শিক্ষকদের জন্য গঠিত কনসালটেশন কমিটি ১২তম গ্রেডের প্রস্তাব দিয়েছে। তবে আমরা চাই ১১তম গ্রেড। এই দাবিসহ আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত করে মোট চার দফা দাবি নিয়ে আজকের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "১৮ সেপ্টেম্বরের মধ্যে আমাদের দাবি মানা না হলে ৩০ সেপ্টেম্বর থেকে সারাদেশে লাগাতার অনশন শুরু হবে। তখন কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস কিংবা পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তাই এখনই শিক্ষকদের ন্যায্য ও যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাই।"
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চার দফা দাবি হলো:
প্রাথমিক শিক্ষকদের চার দফা দাবি-
১. সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতা প্রদান।২. ২০১৪ সালের ৯ মার্চ থেকে সব প্রধান শিক্ষকের দশম গ্রেডে পদোন্নতির সরকারি আদেশ (জিও) জারি।৩. চলতি দায়িত্বে থাকা সিনিয়র শিক্ষকদের শতভাগ পদোন্নতি নিশ্চিত করতে হবে।৪. চাকরির ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দিতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা