ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ
সারাদাশে লাগাতার অনশনের হুঁশিয়ারি
বেতন-ভাতা বৃদ্ধি ও পদোন্নতিসহ চার দফা দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছেন তারা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী লাগাতার অনশন কর্মসূচি শুরু করার হুঁশিয়ারি দেন শিক্ষকরা।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে অনুষ্ঠিত এ মহাসমাবেশে এ কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল কাসেম।
সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হতে থাকেন। বেলা ১১টার দিকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে সমাবেশের আনুষ্ঠানিক সূচনা হয়। দুপুর ২টার দিকে সমাপনী বক্তব্যে সমিতির সভাপতি লাগাতার অনশন কর্মসূচির ঘোষণা দেন।
বক্তব্যে তিনি বলেন, “প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, রিটকারী ৪৫ জন প্রধান শিক্ষকের জন্য দশম গ্রেড বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে যাঁরা রিট করেননি তাঁদের বিষয়ে এখনো কোনো অগ্রগতি হয়নি। আমরা চাই, দেশের সব প্রধান শিক্ষক যেন সমানভাবে দশম গ্রেডের সুযোগ পান।”
সভাপতি আবুল কাসেম আরও বলেন, সহকারী শিক্ষকদের জন্য গঠিত কনসালটেশন কমিটি ১২তম গ্রেডের প্রস্তাব দিয়েছে। তবে আমরা চাই ১১তম গ্রেড। এই দাবিসহ আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত করে মোট চার দফা দাবি নিয়ে আজকের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "১৮ সেপ্টেম্বরের মধ্যে আমাদের দাবি মানা না হলে ৩০ সেপ্টেম্বর থেকে সারাদেশে লাগাতার অনশন শুরু হবে। তখন কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস কিংবা পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তাই এখনই শিক্ষকদের ন্যায্য ও যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাই।"
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চার দফা দাবি হলো:
প্রাথমিক শিক্ষকদের চার দফা দাবি-
১. সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতা প্রদান।২. ২০১৪ সালের ৯ মার্চ থেকে সব প্রধান শিক্ষকের দশম গ্রেডে পদোন্নতির সরকারি আদেশ (জিও) জারি।৩. চলতি দায়িত্বে থাকা সিনিয়র শিক্ষকদের শতভাগ পদোন্নতি নিশ্চিত করতে হবে।৪. চাকরির ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দিতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত