ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
রাবি মেডিকেলের নাম কেন ‘নাপা সেন্টার’ দিলেন শিক্ষার্থীরা?
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের শিক্ষার্থী মৌমিতা বিশ্বাসের মৃত্যুকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের অব্যবস্থাপনা ও প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) প্যারিস রোডে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের নাম পরিবর্তন করে ‘নাপা সেন্টার’ নাম দিয়ে ব্যানার টাঙিয়ে দেন। পরে তারা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেন এবং মিছিলসহ মেডিকেল সেন্টারে গিয়ে প্রতিবাদ জানান।
২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তন্দ্রা বলেন, “মৌমিতার মৃত্যু আমাদের জন্য গভীর বেদনার। আমরা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার ঘাটতিই এই মৃত্যুর জন্য দায়ী। মেডিকেলে গেলে চিকিৎসক পাওয়া যায় না, সেবার মান খুবই দুর্বল। প্রশাসন যদি আমাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করত তবে হয়তো মৌমিতা বেঁচে যেত।”
তিনি আরও বলেন, “বিভিন্ন বড় হাসপাতালের সঙ্গে সমঝোতা হলেও তার সুফল শিক্ষার্থীরা পাচ্ছে না। মৌমিতার মৃত্যুর দায় প্রশাসনকে নিতে হবে। পাশাপাশি সকল হলে ও ক্যাম্পাসে মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।”
একই বর্ষের শিক্ষার্থী হাবিবুল্লাহ নাঈম বলেন, “জ্বর নিয়ে মৌমিতা মেডিকেল সেন্টারে গিয়েছিলেন কিন্তু পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে পরে তাকে কুষ্টিয়ায় নেওয়া হয়। তখনই ধরা পড়ে তিনি ডেঙ্গু আক্রান্ত। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। এই মৃত্যু দায়িত্বহীনতার ফল।”
তিনি আরও বলেন, “আমরা চাই বিশ্ববিদ্যালয়ে সুশৃঙ্খল চিকিৎসা ব্যবস্থা গড়ে উঠুক, মশা নিধনে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক এবং শিক্ষার্থীদের মৌলিক অধিকার নিশ্চিত হোক।”
এ বিষয়ে ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম বলেন, “মৌমিতার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত মশা নিধন এবং মেডিকেল সেন্টারের সেবার মানোন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে। চিকিৎসকরা যেন শিক্ষার্থীদের সঙ্গে ভালো ব্যবহার করেন এবং মানসম্মত চিকিৎসা দেন সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, “শিক্ষার্থীদের দেওয়া স্মারকলিপির দাবিগুলো প্রশাসনের সঙ্গে আলোচনা করে দ্রুত বাস্তবায়নের চেষ্টা করা হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- চরম নাটকীয়তা চট্টগ্রাম বনাম রাজশাহীর খেলা শেষ-দেখুন ফলাফল