ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২
রাবি মেডিকেলের নাম কেন ‘নাপা সেন্টার’ দিলেন শিক্ষার্থীরা?

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের শিক্ষার্থী মৌমিতা বিশ্বাসের মৃত্যুকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের অব্যবস্থাপনা ও প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) প্যারিস রোডে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের নাম পরিবর্তন করে ‘নাপা সেন্টার’ নাম দিয়ে ব্যানার টাঙিয়ে দেন। পরে তারা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেন এবং মিছিলসহ মেডিকেল সেন্টারে গিয়ে প্রতিবাদ জানান।
২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তন্দ্রা বলেন, “মৌমিতার মৃত্যু আমাদের জন্য গভীর বেদনার। আমরা বিশ্বাস করি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার ঘাটতিই এই মৃত্যুর জন্য দায়ী। মেডিকেলে গেলে চিকিৎসক পাওয়া যায় না, সেবার মান খুবই দুর্বল। প্রশাসন যদি আমাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করত তবে হয়তো মৌমিতা বেঁচে যেত।”
তিনি আরও বলেন, “বিভিন্ন বড় হাসপাতালের সঙ্গে সমঝোতা হলেও তার সুফল শিক্ষার্থীরা পাচ্ছে না। মৌমিতার মৃত্যুর দায় প্রশাসনকে নিতে হবে। পাশাপাশি সকল হলে ও ক্যাম্পাসে মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।”
একই বর্ষের শিক্ষার্থী হাবিবুল্লাহ নাঈম বলেন, “জ্বর নিয়ে মৌমিতা মেডিকেল সেন্টারে গিয়েছিলেন কিন্তু পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে পরে তাকে কুষ্টিয়ায় নেওয়া হয়। তখনই ধরা পড়ে তিনি ডেঙ্গু আক্রান্ত। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। এই মৃত্যু দায়িত্বহীনতার ফল।”
তিনি আরও বলেন, “আমরা চাই বিশ্ববিদ্যালয়ে সুশৃঙ্খল চিকিৎসা ব্যবস্থা গড়ে উঠুক, মশা নিধনে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক এবং শিক্ষার্থীদের মৌলিক অধিকার নিশ্চিত হোক।”
এ বিষয়ে ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম বলেন, “মৌমিতার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত মশা নিধন এবং মেডিকেল সেন্টারের সেবার মানোন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে। চিকিৎসকরা যেন শিক্ষার্থীদের সঙ্গে ভালো ব্যবহার করেন এবং মানসম্মত চিকিৎসা দেন সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, “শিক্ষার্থীদের দেওয়া স্মারকলিপির দাবিগুলো প্রশাসনের সঙ্গে আলোচনা করে দ্রুত বাস্তবায়নের চেষ্টা করা হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর